বেশ দিন কয়েক ধরে এমনই ভাবে রহস্য রাখছিলেন সঙ্গীতশিল্পী। ফেসবুক জুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। কিন্তু নচিকেতাকে যাঁরা চেনেন, তাঁরা ঠিক ধরতে পেরেছিলেন, এ নিশ্চয়ই কোনও গানের প্রচার।
আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামী বেশে টলি নায়ক, আসছে নতুন ছবি, চিনতে পারছেন সুপারস্টারকে!
আরও পড়ুন: অস্কার মনোনয়নের পর পদ্মশ্রী! আরআরআর-এর 'নাটু নাটু' স্রষ্টাকে এবার জাতীয় সম্মান
advertisement
ঠিক তাই। নতুন গান নিয়ে আসছেন নচিকেতা। নাম, ‘হ্যাপি ডিভোর্স’। তাঁর বেশ কয়েকটি পোস্টারও শেয়ারক করেছেন গায়ক। তাতে নচিকেতার যে ছবিটি রয়েছে, তাতে তাঁর চোখে মুখে কান্না জমে আছে। হাত দিয়ে ঢাকা মুখ। হাতে নানা ধরনের চিহ্ন আঁকা।
নচিকেতা লিখলেন, ‘নচিকেতা চক্রবর্তী অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব থেকে মুক্তি পাবে ‘হ্যাপি ডিভোর্স’। দুপুর ১২টায়। ২৭ জানুয়ারি, শুক্রবার। আগুনপাখির প্রযোজনায়। কথা, সুর থেকে অ্যালবামের ভিডিও পরিকল্পনা, পরিচালনা, সবই নচিকেতার।’
সঙ্গে যে পোস্টারটি দেওয়া, তাতে একটি কাপের ছবি। আর সেই কাপের উপর লেখা, ‘দ্য বেস্ট হাসব্যান্ড’, অর্থাৎ ‘সেরা স্বামী’। কিন্তু ‘হাসব্যান্ড’ শব্দটি কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব-বিবাদ নিয়েই কি গান বাঁধলেন সঙ্গীতশিল্পী? উত্তর মিলবে আগামিকাল।