সূত্রের খবর, জুবিন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। যেখানে আজ তাঁর সঙ্গীত পরিবেশনা করার কথা ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তরা মর্মাহত। ইয়া আলি, দিল তু হি বাতার মতো গানগুলি আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। বোঝে না সে বোঝে না, পরান যায় জ্বলিয়া রে, খোকা ৪২০-এর মতো হিট বাংলা ছবির অনেক গান তাঁর গাওয়া।
advertisement
১৮ নভেম্বর, ১৯৭২ সালে জোড়হাটে জন্মগ্রহণ করেন জুবিন গর্গ। তাঁর পিতৃদত্ত নাম ছিল জীবন বরঠাকুর। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ দিয়ে খ্যাতি অর্জন করেন ৷ তারপর উপহার দিতে থাকেন একের পর এক হিট গান ৷ অসমিয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ৪০,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন ৷
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 3:21 PM IST