পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে পাক পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভি গাড়িতে সওয়ার হয়ে ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। হামলাকারীকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলেই।
আরও পড়ুন- পদযাত্রায় ইমরানকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন
advertisement
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা কারোরই অজানা নয় ৷ মুনমুন সেন রাজনীতিক ইমরান খানকে নিয়ে তাই কোনও মন্তব্য করতে না চাইলেও ক্রিকেটার ইমরানের দ্রুত সুস্থতা কামনা করলেন ৷
এককালে বলিপাড়ায় মুনমুন সেনের সঙ্গে ইমরান খানের ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে কম গুঞ্জন হয়নি। সে সময় অনেকেই বলতেন, মুনমুনকে দারুণ পছন্দ ইমরানের। যদিও এ নিয়ে দু’জনে প্রকাশ্যে কিছু বলেননি। ফলে জল্পনা সবসময়ে বেড়েছে বই কমেনি ৷