TRENDING:

বড় পর্দায় আসছে শক্তিমান। চলছে নতুন মুখের খোঁজ ! দায়িত্বে মুকেশ খান্না !

Last Updated:

তবে কি ফের মুকেশ খান্নাকেই দেখা যাবে বড় পর্দার শক্তিমান হিসেবে ? নাকি সত্যিই নতুন মুখ আনবেন তিনি !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  শক্তিমান। ৯০-এর দশকের জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি শক্তিমান। শক্তিমানের সঙ্গে অনেকেরই আবেগ জড়িয়ে আছে। গঙ্গাধর ও শক্তিমান একই ব্যক্তি ছিলেন। ডবল রোলে অভিনয় করেছিলেন মুকেশ খান্না। এই ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়েছিল ভয়ানক ভিলেন কিলভিশ। এমনকি 'অন্ধেরা কায়েম রহে গা' এই লাইনটিও মানুষ ভোলেনি। করোনা ভাইরাস দেশে আসার পর টিভিতে ফের একবার চালু করা হয় 'শক্তিমান'।এবং এবারেও হাজার হাজার মানুষ দেখেছেন এই ধারাবাহিক। এর পরই বড় পর্দায় শক্তিমান বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই ধারাবহিককে এবার ছবি হিসেবে পরিচালনা করা হবে। তিনটি পার্টে এই ছবি মুক্তি পাবে সিনেমা হলে।
advertisement

মুকেশ খান্না নিজেই এই ছবি করার দায়িত্ব নিয়েছেন। তিনি জানিয়েছে, 'শক্তিমান এমন এক গল্প যা একটা ছবিতে দেখানো সম্ভব না। এই ছবিকে তিনটে পার্টে ভাগ করা হবে। তবে এই চরিত্রের জন্য একটি নতুন মুখের খোঁজ চালানো হচ্ছে। যতক্ষণ না, নতুন মুখ পাওয়া যায়, নতুন কোনও তথ্য দেওয়া যাবে না।"

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

যদিও এর আগে 'শক্তিমান' বানানোর কথা বলেছিলেন মুকেশ খান্না। সে সময় এই চরিত্রের জন্য টাইগার শ্রফের কথা বলা হয়েছিল। তখন তাঁকে নাকোচ করেন মুকেশ খান্না। তিনি বলেন, এই চরিত্রের জন্য একমাত্র তিনিই সঠিক। তবে কি ফের মুকেশ খান্নাকেই দেখা যাবে বড় পর্দার শক্তিমান হিসেবে ? নাকি সত্যিই নতুন মুখ আনবেন তিনি !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বড় পর্দায় আসছে শক্তিমান। চলছে নতুন মুখের খোঁজ ! দায়িত্বে মুকেশ খান্না !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল