ছবিতে রানি বাঙালি চরিত্রে অবিনয় করেছেন। বড় পর্দায় তাঁকে সরস্বতী পুজো করতেও দেখা যাবে। ছবির প্রেক্ষাপট নরওয়ে। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক জন মায়ের লড়াই এই ছবির মূল উপজীব্য।
advertisement
আরও পড়ুন: 'মায়ের কোল থেকে উঠবই না', করিনার ছেলে জেহ-র কাণ্ড ভাইরাল নেটপাড়ায়
রানির মুখে ট্রেলারের শুরুতেই শোনা যায়, 'আমি দেবিকা। আর, এ আমার হাজব্যান্ড মিস্টার চ্যাটার্জি। ইনি নরওয়েতে কাজ করেন। আর এই আমাদের দুই সন্তান। আমরা আমাদের প্রিয় কলকাতা ছেড়ে নরওয়েতে নিজেদের দুনিয়া তৈরি করেছি। কিন্তু, একদিন আমাদের কাছ থেকে আমাদের দুনিয়া ছিনিয়ে নেওয়া হল...'। ছবির পরিচালক পরিচালক অসীমা ছিব্বর।
আরও পড়ুন: সেরা অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী আলিয়া, কেমন সাজলেন নায়িকা দেখুন
ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রানির অভিনয়কে এ পর্যন্ত সেরা বলে আখ্যা দিয়েছেন করণ জোহর। পরিচালক-প্রযোজককেও সাহসী ছবিটি তৈরি করার জন্য অভিবাদন দিয়েছেন করণ। ছবিতে রানি, অনির্বাণ ছাড়াও দেখা যাবে জিম সর্ভ, নীনা গুপ্তাকে। বড় পর্দায় আগামী ১৭ মার্চ মুক্তি পাবে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। রানির দর্শকের পাশাপাশি, বাঙালি আরও এই ছবির জন্য বাড়তি অপেক্ষা করবে অনির্বাণ ভট্টাচার্যের প্রথম বলিউড অভিযান দেখতে।