TRENDING:

Mrs Chatterjee Vs Norway Trailer: সন্তান প্রতিপালনে গাফিলতি নিয়ে সত্যিকারের গল্প বলছেন রানি-অনির্বাণ, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-র টানটান ট্রেলার

Last Updated:

Mrs Chatterjee Vs Norway Trailer: রানির দর্শকের পাশাপাশি, বাঙালি আরও এই ছবির জন্য বাড়তি অপেক্ষা করবে অনির্বাণ ভট্টাচার্যের প্রথম বলিউড অভিযান দেখতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'-র ট্রেলার। প্রায় ৩ মিনিটের টানটান ট্রেলারে ফের একবার আশার আলো দেখছে বলিউড। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রানি মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। নিঃসন্দেহে বাঙালি দর্শকের জন্য অনির্বাণের প্রথম হিন্দি ছবির এই উপহার বিরাট পাওনা। ছবিতে বাঙালি দম্পতির চরিত্রে দেখা যাবে রানি ও অনির্বাণকে। সত্যিকারের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি।
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে রানি ও অনির্বাণ
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে রানি ও অনির্বাণ
advertisement

ছবিতে রানি বাঙালি চরিত্রে অবিনয় করেছেন। বড় পর্দায় তাঁকে সরস্বতী পুজো করতেও দেখা যাবে। ছবির প্রেক্ষাপট নরওয়ে। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক জন মায়ের লড়াই এই ছবির মূল উপজীব্য।

advertisement

আরও পড়ুন: 'মায়ের কোল থেকে উঠবই না', করিনার ছেলে জেহ-র কাণ্ড ভাইরাল নেটপাড়ায়

রানির মুখে ট্রেলারের শুরুতেই শোনা যায়, 'আমি দেবিকা। আর, এ আমার হাজব্যান্ড মিস্টার চ্যাটার্জি। ইনি নরওয়েতে কাজ করেন। আর এই আমাদের দুই সন্তান। আমরা আমাদের প্রিয় কলকাতা ছেড়ে নরওয়েতে নিজেদের দুনিয়া তৈরি করেছি। কিন্তু, একদিন আমাদের কাছ থেকে আমাদের দুনিয়া ছিনিয়ে নেওয়া হল...'। ছবির পরিচালক পরিচালক অসীমা ছিব্বর।

advertisement

আরও পড়ুন: সেরা অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী আলিয়া, কেমন সাজলেন নায়িকা দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রানির অভিনয়কে এ পর্যন্ত সেরা বলে আখ্যা দিয়েছেন করণ জোহর। পরিচালক-প্রযোজককেও সাহসী ছবিটি তৈরি করার জন্য অভিবাদন দিয়েছেন করণ। ছবিতে রানি, অনির্বাণ ছাড়াও দেখা যাবে জিম সর্ভ, নীনা গুপ্তাকে। বড় পর্দায় আগামী ১৭ মার্চ মুক্তি পাবে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। রানির দর্শকের পাশাপাশি, বাঙালি আরও এই ছবির জন্য বাড়তি অপেক্ষা করবে অনির্বাণ ভট্টাচার্যের প্রথম বলিউড অভিযান দেখতে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mrs Chatterjee Vs Norway Trailer: সন্তান প্রতিপালনে গাফিলতি নিয়ে সত্যিকারের গল্প বলছেন রানি-অনির্বাণ, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-র টানটান ট্রেলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল