TRENDING:

Mrs Chatterjee VS Norway Review: কেমন হল রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’? দেখে নিন

Last Updated:

রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবিটি ঠিক কতটা সফল হয়েছে দেখে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০১১ সালে জার্মানির নরওয়ের এক প্রবাসী বাঙালি দম্পতির ঘটনা সাড়া ফেলেছিল গোটা দেশ জুড়ে৷ দুই সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল সাগরিকা এবং অনুপ ভট্টাচার্যের৷ কিন্তু হঠাৎ আইনি জটিলতায় পড়লেন দম্পতি৷ মা বাবার কাছ থেকে দুই সন্তানকে কেড়ে নিল সে দেশের প্রশাসন৷ দম্পতির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নাকি ঠিকঠাক দেখভাল করেন না নিজের সন্তানদের৷ মা নিজে হাতে বাচ্চাদের খাওয়ান, কাছে নিয়ে ঘুমোন, কাজলের টিকা দেন, এমনই সব অভিযোগ৷ সেখান থেকেই শুরু হয় এক বাঙালি মায়ের সন্তানদের ফিরে পাওয়ার যুদ্ধ৷ এই বাস্তব ঘটনাটিকে কেন্দ্র করেই পরিচামলক অসীমা ছিব্বার নির্মাণ করছেন তাঁর সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’৷ যার মুখ্য ভূমিকায় দেখা গেছে রানি মুখোপাধ্যায় এবং অনির্বান ভট্টাচার্যকে৷ ছবির প্রযোজক নিখিল আডবানি, মনীশা আডবানি এবং মধু ভোজওয়ানি৷ প্রসাশনের সঙ্গে এক মায়ের লড়াই কতটা সুন্দরভাবে পর্দায় উপস্থাপন করেছেন পরিচালক অসীমা? দেখে নেওয়া যাক৷
কেমন হল রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’? দেখে নিন
কেমন হল রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’? দেখে নিন
advertisement

প্রথমেই বলতে হয় অভিনয়ে প্রত্যেকেই অনবদ্য৷ কিন্ডারগার্টেন যাওয়া শুভ এবং মাত্র পাঁচ মাসের সুচিকে (ছবিতে রানির দুই সন্তান) দশমাস ধরে দেখার পর দেবিকা চ্যাটার্জির কাছ থেকে তুলে নিয়ে যায় ভেলফ্রেড৷ অন্যদিকে, দেবিকার স্বামী অনিরুদ্ধ (ছবিতে অনির্বানের চরিত্র) অয়েলওয়েল-এএস-এ চাকুরিরত৷ তাই, তিনি নিজের নরওয়ের নাগরিকত্ব এবং সে দেশের অধিবাসী হিসেবে নিজের সঠিক ভাবমূর্তি বজায় রাখা নিয়েই বেশি চিন্তিত৷ বেশিরভাগ সময় কাজেই ব্যস্ত থাকেন অনিরুদ্ধ, অন্যদিকে বাড়ির সবদিক সামলান দেবিকা৷ ৷ সকালে মেয়েকে খাওয়ানো থেকে শুরু করে ছেলের প্রজেক্টে তাকে সাহায্য করা, আর পাঁচজন সাধারণ গৃহিনীর মতো সন্তানদের নিয়েই তাঁর জগৎ৷ এই জগতের মাঝেই ঢুকে পড়ে ভেলফ্রেড৷ প্রতিদিন সিয়া আর মাতিলদা আসে তাদের জীবনযাত্রার উপর নজর রাখতে৷ সন্তানদের ঠিক কেমন পরিচর্যা করেন মিসেস চ্যাটার্জি তা নজরে রাখে নরওয়ে প্রসাশন৷ এবং তারপর একদিন তাঁরা ঘোষণা করে যে, চ্যাটার্জি পরিবার তাদের সন্তানদের ঠিকঠাক দেখভাল করে না৷ দুই দুধের শিশুকে মায়ের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে যায় তারা৷ দেবিকাকে 'মানসিকভাবে অস্থির' এবং ‘ আনপ্রেডিক্টেবল’ অর্থাৎ‘ অনিশ্চিত’ ঘোষণা করা হয়৷ এখান থেকেই শুরু হয় আইনের বেড়াজালের সঙ্গে মায়ের মমতার লড়াই৷

advertisement

আরও পড়ুন: বিমানবন্দরে এ কী ঘটে গেল মালাইকার সঙ্গে! পুরুষ ভক্তের কাণ্ড দেখে সবাই হতবাক

আরও পড়ুন: মিসেস চ্যাটার্জি হয়ে প্রবল গর্জন! রানিকে 'বাংলার বাঘিনী' আখ্যা রেখার!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মায়ের যন্ত্রণাকে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলা প্রায় অসম্ভব৷ অসীমা যথাসাধ্য চেষ্টা করেছেন, ছবির প্রথম দৃশ্যই আপনার মন ছুঁয়ে যাবে৷ তবে, গল্প এগোনোর সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে আবেগের দৃশ্যগুলিকে যেন কাল্পনিক মনে হয়৷ কখনও কখনও একটু বিরক্তিকরও মনে হতে পারে৷ কিছু দৃশ্য যেন জোর করে দর্শকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে৷ বাস্তবের রোমহর্ষক এক ঘটনা থেকে উদ্বুদ্ধ, সঙ্গে রানি মুখোপাধ্যায় অনির্বান ভট্টাচার্যের মতো সেরা অভিনেতাদের উপস্থিতিতে এই সিনেমা যতটা সুন্দর হতে পারত ঠিক ততটা হয়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mrs Chatterjee VS Norway Review: কেমন হল রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল