দিন কয়েক আগেই বিয়ে হয়েছে মৌনীর (Mouni Roy)। বঙ্গবধূ হাতে শাঁখা পলা পরছেন। সেই নববধূই এবার লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া কালজয়ী গান পিয়া তোসে-র সঙ্গে নাচলেন। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা মৌনীর নাচ দেখে মুগ্ধ। ভিডিওটি করার সময়ে মৌনী পরেছিলেন কালো রঙের একটি সালোয়ার স্যুট। হাতে ছিল শাঁখা ও পলা।
advertisement
প্রসঙ্গত, বহুদিনের প্রেমিক সূরজ নামবিয়ারের সঙ্গে ২৭ জানুয়ারি বিয়ে সেরেছেন মৌনী রায়(Mouni Roy)। গোয়ায় বিলাসবহুল বিয়ের আয়োজন হয়েছিল। একদিকে পাত্র পক্ষের জন্য যেমন দক্ষিণ ভারতের রীতি মেনে বিয়ে হয়েছে। তেমনই মৌনীর জন্যই বাঙালি মতেও বিয়ে হয়েছে দুজনের। পান পাতায় ঢাকা মুখে মৌনীর পিঁড়িতে ঘোরার ভিডিওটিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- চার হাত এক হচ্ছে ফারহান-শিবাণীর! বিয়েতে কার ডিজাইন করা পোশাক পরছেন তারকা জুটি
মৌনীর বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু মন্দিরা বেদী, আমনা শরিফ, অর্জুন বিজলানি, আশকা গোরাদিয়া। বিয়ের বেশ কিছু ছবি ভিডিও সোশ্যালে ভাইরাল হয়। মৌনীর নতুন জীবন উদযাপন করতে মন্দিরা বেদীও নিজের বাড়িতে আলাদা করে একটি পার্টির আয়োজন করেছিলেন। বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়েছিলেন মৌনী। বিয়ের পরে কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন মৌনী ও সুরজ। মধুচন্দ্রিমা থেকে শেয়ার করা উষ্ণ ছবি সোশ্যালে ভাইরাল হয়। মৌনীকে শর্ট ড্রেসের সঙ্গেও শাঁখা পলা পরতে দেখা যায়।
উল্লেখ্য, কাজের দিক থেকে আগামীতে ব্রহ্মাস্ত্র ছবিতে দেখা যাবে মৌনী রায়কে। এই ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা আক্কিকেনি। তিনটি ভাগে ছবিটি মুক্তি পাবে। প্কথম ভাগটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বছর সেপ্টেম্বরে।