TRENDING:

Mouni Roy : 'পিয়া তোসে..' হাতে শাঁখা পলা, নাচের মাধ্যমে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা মৌনীর! মুগ্ধ নেটিজেন

Last Updated:

Mouni Roy : সম্প্রতি অভিনেত্রী মৌনী রায় সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন লতা মঙ্গেশকরকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত ৬ ফেব্রুয়ারি অমৃতলোকে যাত্রা করেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। সুরের দেবীর প্রয়াণে এখনও দেশবাসী শোকাচ্ছন্ন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন। কেউ তাঁর ছবি এঁকেছেন, কেউ তাঁর গাওয়া গান গেয়েছেন। কেউ বা তাঁর গানে নেচেছেন। সম্প্রতি অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy) সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন লতা মঙ্গেশকরকে।
'পিয়া তোসে..' হাতে শাঁখা পলা, নাচের মাধ্যমে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা মৌনীর! মুগ্ধ নেটিজেন
'পিয়া তোসে..' হাতে শাঁখা পলা, নাচের মাধ্যমে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা মৌনীর! মুগ্ধ নেটিজেন
advertisement

দিন কয়েক আগেই বিয়ে হয়েছে মৌনীর (Mouni Roy)। বঙ্গবধূ হাতে শাঁখা পলা পরছেন। সেই নববধূই এবার লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া কালজয়ী গান পিয়া তোসে-র সঙ্গে নাচলেন। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা মৌনীর নাচ দেখে মুগ্ধ। ভিডিওটি করার সময়ে মৌনী পরেছিলেন কালো রঙের একটি সালোয়ার স্যুট। হাতে ছিল শাঁখা ও পলা।

advertisement

প্রসঙ্গত, বহুদিনের প্রেমিক সূরজ নামবিয়ারের সঙ্গে ২৭ জানুয়ারি বিয়ে সেরেছেন মৌনী রায়(Mouni Roy)। গোয়ায় বিলাসবহুল বিয়ের আয়োজন হয়েছিল। একদিকে পাত্র পক্ষের জন্য যেমন দক্ষিণ ভারতের রীতি মেনে বিয়ে হয়েছে। তেমনই মৌনীর জন্যই বাঙালি মতেও বিয়ে হয়েছে দুজনের। পান পাতায় ঢাকা মুখে মৌনীর পিঁড়িতে ঘোরার ভিডিওটিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- চার হাত এক হচ্ছে ফারহান-শিবাণীর! বিয়েতে কার ডিজাইন করা পোশাক পরছেন তারকা জুটি

মৌনীর বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু মন্দিরা বেদী, আমনা শরিফ, অর্জুন বিজলানি, আশকা গোরাদিয়া। বিয়ের বেশ কিছু ছবি ভিডিও সোশ্যালে ভাইরাল হয়। মৌনীর নতুন জীবন উদযাপন করতে মন্দিরা বেদীও নিজের বাড়িতে আলাদা করে একটি পার্টির আয়োজন করেছিলেন। বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়েছিলেন মৌনী। বিয়ের পরে কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন মৌনী ও সুরজ। মধুচন্দ্রিমা থেকে শেয়ার করা উষ্ণ ছবি সোশ্যালে ভাইরাল হয়। মৌনীকে শর্ট ড্রেসের সঙ্গেও শাঁখা পলা পরতে দেখা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উল্লেখ্য, কাজের দিক থেকে আগামীতে ব্রহ্মাস্ত্র ছবিতে দেখা যাবে মৌনী রায়কে। এই ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা আক্কিকেনি। তিনটি ভাগে ছবিটি মুক্তি পাবে। প্কথম ভাগটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বছর সেপ্টেম্বরে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy : 'পিয়া তোসে..' হাতে শাঁখা পলা, নাচের মাধ্যমে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা মৌনীর! মুগ্ধ নেটিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল