বাঙালি হলেও মৌনির কাজের শুরুটা বলিউডে।অভিনেত্রী একের পর এক কাজ করে চমক দিয়েছেন। 'দেবো কে দেব মহাদেবে'-এ সতীর চরিত্র করে তিনি অনেকখানি পরিচিতি পান। 'নাগিন' তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। বলিউডে নিজের জায়গা পাকা করে নেন। কিছুদিন আগেই 'ব্রহ্মাস্ত্র'-এ অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিয়েছেন মৌনি।
advertisement
আরও পড়ুন: দীপিকা-রণবীরের না কি বিচ্ছেদ হচ্ছে? এই ভিডিও কিন্তু অন্য কথা বলছে! নেটপাড়ায় বিরাট শোরগোল
বর্তমানে তিনি 'ডান্স বাংলা ডান্সে'র ধরে হাত ধরে টলিউডে পা রেখেছেন। তাঁকে বিচারক হিসেবে দেখা যাচ্ছে এই শোতে। পাশাপাশি জুবিন নটিয়ালের ভিডিও 'দোতারা'-তে তাঁকে দেখা গেছে। আর তার পর থেকেই জোড় গুঞ্জন শুরু হয়েছে, এবার হয়তো তাঁকে দেখা যাবে বাংলা সিনেমায়। তাও একেবারে অভিনেতা দেবের বিপরীতে। কিছুদিন আগেই দেব জানান তিনি 'ব্যোমকেশ'-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন। তারপর থেকে নানা বিতর্ক শুরু হয় আর তার মাঝেই এই খবর। এই বিষয়ে নিয়ে অভিনেত্রীর সঙ্গে সরাসরি কথা বললে তিনি বলেন "এটা গুজব। এরকম কোন সিনেমা এখন পর্যন্ত আমি করছি না। আমি সত্যি বলতে জানি না কোথা থেকে এই গুজবটা ছড়িয়েছে।"
আগামী দিনে বাংলা সিনেমা কাজ করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলেন অভিনেত্রী বলেন " অবশ্যই, এখানে এত ভাল কাজ হচ্ছে, এত ভাল গল্প। আর আমি একজন অভিনেত্রী আমি সমস্ত ভাষায়, সব ইন্ডাস্ট্রিতে, সব ধরনের মাধ্যমে কাজ করতে চাই। শুধু গল্প, চিত্রনাট্য ভাল হলেই হবে।" বাংলা সিনেমা দেখেন কিনা জানতে চাওয়া হলে অভিনেত্রী উত্তর দেন " সত্যি বলতে এখন খুব বেশি দেখা হয় না। কিন্তু ছোটবেলায় খুব দেখতাম। উত্তম কুমার-সুচিত্রা সেনের অনেক ছবি দেখেছি, সত্যজিৎ রায়ের অনেক সিনেমা দেখেছি। আর এগুলো আমার ভীষন পছন্দের।"