TRENDING:

Mouni Roy: বাংলা সিনেমায় কাজ করছেন মৌনি? একান্ত সাক্ষাৎকারে জানালেন স্বয়ং অভিনেত্রী

Last Updated:

অভিনেতা দেবের বিপরীতে তাঁকে 'সত্যবতী'র ভূমিকায় দেখা যাবে। এই বিষয়ে নিউজ ১৮ বাংলা ডটকম তাঁর সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান এরকম কোনও কাজ করছে না তিনি, এই ছবির সঙ্গে তিনি যুক্ত নন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে টলিউডের পা রাখতে চলেছেন মৌনি রায়। অভিনেতা দেবের বিপরীতে তাঁকে 'সত্যবতী'র ভূমিকায় দেখা যাবে। খবরটি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য শুরু হয়ে যায় নেট দুনিয়ায়। এই বিষয়ে নিউজ ১৮ বাংলা ডটকম তাঁর সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান এরকম কোনও কাজ করছে না তিনি, এই ছবির সঙ্গে তিনি যুক্ত নন।
মৌনি রায়
মৌনি রায়
advertisement

বাঙালি হলেও মৌনির কাজের শুরুটা বলিউডে।‌অভিনেত্রী একের পর এক কাজ করে চমক দিয়েছেন। 'দেবো কে দেব মহাদেবে'-এ সতীর চরিত্র করে তিনি অনেকখানি পরিচিতি পান। 'নাগিন' তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। বলিউডে নিজের জায়গা পাকা করে নেন। কিছুদিন আগেই 'ব্রহ্মাস্ত্র'-এ অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিয়েছেন মৌনি।

advertisement

আরও পড়ুন: দীপিকা-রণবীরের না কি বিচ্ছেদ হচ্ছে? এই ভিডিও কিন্তু অন্য কথা বলছে! নেটপাড়ায় বিরাট শোরগোল

বর্তমানে তিনি 'ডান্স বাংলা ডান্সে'র ধরে হাত ধরে টলিউডে পা রেখেছেন। তাঁকে বিচারক হিসেবে দেখা যাচ্ছে এই শোতে। পাশাপাশি জুবিন নটিয়ালের ভিডিও 'দোতারা'-তে তাঁকে দেখা গেছে। আর তার পর থেকেই জোড় গুঞ্জন শুরু হয়েছে, এবার হয়তো তাঁকে দেখা যাবে বাংলা সিনেমায়। তাও একেবারে অভিনেতা দেবের বিপরীতে। কিছুদিন আগেই দেব জানান তিনি 'ব্যোমকেশ'-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন। তারপর থেকে নানা বিতর্ক শুরু হয় আর তার মাঝেই এই খবর। এই বিষয়ে নিয়ে অভিনেত্রীর সঙ্গে সরাসরি কথা বললে তিনি বলেন "এটা গুজব। এরকম কোন সিনেমা এখন পর্যন্ত আমি করছি না। আমি সত্যি বলতে জানি না কোথা থেকে এই গুজবটা ছড়িয়েছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আগামী দিনে বাংলা সিনেমা কাজ করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলেন অভিনেত্রী বলেন " অবশ্যই, এখানে এত ভাল কাজ হচ্ছে, এত ভাল গল্প। আর আমি একজন অভিনেত্রী আমি সমস্ত ভাষায়, সব ইন্ডাস্ট্রিতে, সব ধরনের মাধ্যমে কাজ করতে চাই। শুধু গল্প, চিত্রনাট্য ভাল হলেই হবে।" বাংলা সিনেমা দেখেন কিনা জানতে চাওয়া হলে অভিনেত্রী উত্তর দেন " সত্যি বলতে এখন খুব বেশি দেখা হয় না। কিন্তু ছোটবেলায় খুব দেখতাম। উত্তম কুমার-সুচিত্রা সেনের অনেক ছবি দেখেছি, সত্যজিৎ রায়ের অনেক সিনেমা দেখেছি। আর এগুলো আমার ভীষন পছন্দের।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy: বাংলা সিনেমায় কাজ করছেন মৌনি? একান্ত সাক্ষাৎকারে জানালেন স্বয়ং অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল