সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও শেয়ার করেছেন নায়িকা৷ নীল রঙের ক্রপটপ পরে নীল আকাশের নীচে ব্যালকনিতে দাঁড়িয়ে আপন মনে নেচে চলেছেন নায়িকা৷ নো মেক আপ লুকে অভিনেত্রীকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ খোলা চুলের সৌন্দর্য আরও বেড়েছে৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে৷
আরও পড়ুন –তাদের মধ্যে যৌন সম্পর্ক…ফরজানার সঙ্গে লিভ-ইন? রেখাকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন জীবনীকার
আরও পড়ুন –প্রেম জমে ক্ষীর! তবে কি আবারও প্রেমিকের সঙ্গে… টাইগারের জন্য যা করলেন দিশা
মনামী ঘোষকে নিয়ে দিনদিন চর্চা বেড়েই চলেছে৷ ভাইরাল হওয়া ভিডিওতে সকলেই তার সেক্সি ফিগারের প্রশংসা করেছেন৷ কোমরের ঠুমকায় পাগল হয়েছেন ভক্তরা৷ নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষের ছবি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা। যত দিন যাচ্ছে অভিনেত্রীর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ।