দিন কয়েক ধরে কালনা শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন পথ চলতি মানুষদের। তাঁদের সামনে গিটারের খোলা কভার। সেই কভারের ভিতর পথচারীরা নিজেদের সামর্থ্য মতো টাকা দিচ্ছেন।
আরও পড়ুন: ওজন কমে ৩৫! সঙ্কটজনক মহীনের ঘোড়াগুলির তাপস বাপি দাস, বাঁচানোর আর্তি অর্ক, রূপম, সাহানার
advertisement
আরও পড়ুন: 'আমি মরে যাচ্ছিলাম'! দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগেছেন হৃতিক রোশন, ফিরে আসার মন্ত্র জানালেন নিজেই
এমনিতেই কালনা শহর সাংস্কৃতিক শহর। ব্যান্ডের গান শোনার মানুষের অভাব নেই। তেমনই সাহায্য চেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে না কাউকে। এই শীতের দিনে খোলা আকাশের নীচে কালনা শহরের অলিগলি মহীনের ঘোড়াগুলির গানে ভরিয়ে তুলেছেন শিল্পীরা। উদ্দেশ্য একটাই, সকলের বাপিদা যেন সুস্থ হয়ে ওঠেন। সংগ্রহ করা সেই অর্থ বাপিদার চিকিৎসার জন্য তাঁর বাড়িতে পাঠাচ্ছেন শিল্পীরা। তাঁদের মধ্যে কেউ কলেজের পড়ুয়া, কেউ বা বেসরকারি চাকরি করেন। দিন সাতেক ধরে সারা দিনের কাজ সেরে সন্ধ্যাবেলা একত্রিত হয়ে বাপিদার জন্য গান গাইছেন তাঁরা।
এর আগে 'ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে', 'তাকে যত তাড়াই দূরে'-এর স্রষ্টার জন্য ত্রাণ তহবিল খুলেছিলেন তারকা শিল্পীরাও। অর্থসাহায্যের জন্য অনুরোধ করেন সাহানা বাজপেয়ী, অর্ক মুখোপাধ্যায়, রূপম ইসলামরা। বছরের শুরুতেই জানা যায়, ক্যানসারের চিকিৎসার জন্য কেমোথেরাপি চলছে তাপসের। ঠিক ভাবে খেতেও পারছেন না তিনি। রেডিয়েশন নেওয়ার শারীরিক ক্ষমতা নেই তাপসের। ওজন এখন ৩৫ কিলো। বয়স প্রায় ৭০-এর কাছাকাছি।
হাসপাতালের বিল, ওষুধ, কেমো, প্রভৃতির খরচ তুলতে অনলাইনে তহবিলের বন্দোবস্ত করেছেন কলকাতার কয়েক জন সঙ্গীতশিল্পী। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা হচ্ছে সেই বার্তা। দেওয়া থাকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। তাঁদের অনুরোধ, 'জীবিত কিংবদন্তি তাপস বাপি দাস আজ অসুস্থ। আপনারা সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন।'
নবকুমার রায়