TRENDING:

পুজোর আগে বড় খবর! সোশ্যাল মিডিয়ায় বিরাট খুশির খবর শেয়ার মিঠাইয়ের, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:

ভিডিওটি এই মুহূর্তে তুমুল গতিতে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠান ৷ দৈনন্দিন সাফল্যের মিঠাই জনপ্রিয়ার শীর্ষে ৷ যদিও টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিভিআরের বিচারে মিঠাই আগের থেকে একটু পিছিয়ে ঠিকই কিন্তু জোয়ার ভাঁটা নিয়েই জীবনে, ওঠাপড়া নিয়েই জীবন ৷ এরই মাঝেই শুক্রবার ভক্তদের জন্য মিঠাই বিরাট খবর দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷
মিঠাই ওরফে সৌমিতৃষ্ণা ৷ ফাইল ছবি ৷
মিঠাই ওরফে সৌমিতৃষ্ণা ৷ ফাইল ছবি ৷
advertisement

বাবা মায়ের আদরের মিঠাই ওরফে সৌমিতৃষ্ণা, পুজোর আগেই বড় উপহার পেলেন বাবার কাছে থেকে ৷ শুক্রবার থেকেই ভারতীয় বাজারে বিক্রি হচ্ছে আইফোন ১৪ ও এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স সিরিজ ৷ বাবার কাছে থেকে এই দারুণ উপহারটি পেয়ে পর্দার মিঠাই যে অত্যন্ত খুশি তা আর বলার অপেক্ষা রাখেনা ৷

সৌমিতৃষ্ণার প্রাপ্ত ফোনের বর্তমান বাজার মূল্যে ১,৩৯,৯০০ টাকা থেকে শুরু ৷ ফোনে পিল শেপড নচ ডিজ়াইন দেওয়া হয়েছে, অ্যাপল থাকে ‘ডায়নামিক আইল্যান্ড’ বলছে, ফোনের রঙটিও মন কেড়েছে ভক্তদের ৷ রুপোলি রঙের ফোনটির আবরণ উন্মোচন করে সৌমিতৃষ্ণা একটি ভিডিও প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে ৷

advertisement

মানে ফোনটি আবরণ উন্মোচন করতে করতে ভিডিও করেছেন সেই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বাবাকে কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়েছেন মিঠাই তিনি অবশ্য বাবাকে বাবাই বলেই সম্বোধন করেন ৷ দিনের পর দিন এমন একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন পর্দার মিঠাই ৷ যে সেটি সবার কাছে অত্যন্ত প্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: 'স্বামী' চুরি করেছিলেন ঐশ্বর্য! অভিষেকের জন্য আত্মহত্যার চেষ্টা জাহ্নবী কাপুরের

তাঁর ও সিডের সম্পর্কে রসায়ন অত্যন্ত পছন্দের ৷ ফলে এই ধারাবাহিকের মাধ্যমে সৌমিতৃষ্ণা যেন প্রত্যেকের ঘরের মেয়েতে পরিণত হয়েছেন ৷ ড্রয়িং রুম থেকে বেডরুম তারপরে কখন যে তিনি সবার মনের মাঝে জায়গায় করেছেন ৷

আরও পড়ুন: কেকে বিতর্ক পিছনে ফেলে আবার একসঙ্গে রূপঙ্কর-ইমন, সৌজন্যে রবি ঠাকুর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল জরুরি খাল সংস্কারের কাজ
আরও দেখুন

সেখানেও শেষ আজ মিঠাই সবার ফোনে, সবার মনে ৷ তবে পুজোর আগে এই বড় উপহার সত্যিই পুজো জমিয়ে দিল তা আর বলার অপেক্ষা রাখেনা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজোর আগে বড় খবর! সোশ্যাল মিডিয়ায় বিরাট খুশির খবর শেয়ার মিঠাইয়ের, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল