TRENDING:

পুজোর আগে বড় খবর! সোশ্যাল মিডিয়ায় বিরাট খুশির খবর শেয়ার মিঠাইয়ের, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:

ভিডিওটি এই মুহূর্তে তুমুল গতিতে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠান ৷ দৈনন্দিন সাফল্যের মিঠাই জনপ্রিয়ার শীর্ষে ৷ যদিও টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিভিআরের বিচারে মিঠাই আগের থেকে একটু পিছিয়ে ঠিকই কিন্তু জোয়ার ভাঁটা নিয়েই জীবনে, ওঠাপড়া নিয়েই জীবন ৷ এরই মাঝেই শুক্রবার ভক্তদের জন্য মিঠাই বিরাট খবর দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷
মিঠাই ওরফে সৌমিতৃষ্ণা ৷ ফাইল ছবি ৷
মিঠাই ওরফে সৌমিতৃষ্ণা ৷ ফাইল ছবি ৷
advertisement

বাবা মায়ের আদরের মিঠাই ওরফে সৌমিতৃষ্ণা, পুজোর আগেই বড় উপহার পেলেন বাবার কাছে থেকে ৷ শুক্রবার থেকেই ভারতীয় বাজারে বিক্রি হচ্ছে আইফোন ১৪ ও এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স সিরিজ ৷ বাবার কাছে থেকে এই দারুণ উপহারটি পেয়ে পর্দার মিঠাই যে অত্যন্ত খুশি তা আর বলার অপেক্ষা রাখেনা ৷

সৌমিতৃষ্ণার প্রাপ্ত ফোনের বর্তমান বাজার মূল্যে ১,৩৯,৯০০ টাকা থেকে শুরু ৷ ফোনে পিল শেপড নচ ডিজ়াইন দেওয়া হয়েছে, অ্যাপল থাকে ‘ডায়নামিক আইল্যান্ড’ বলছে, ফোনের রঙটিও মন কেড়েছে ভক্তদের ৷ রুপোলি রঙের ফোনটির আবরণ উন্মোচন করে সৌমিতৃষ্ণা একটি ভিডিও প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে ৷

advertisement

মানে ফোনটি আবরণ উন্মোচন করতে করতে ভিডিও করেছেন সেই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বাবাকে কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়েছেন মিঠাই তিনি অবশ্য বাবাকে বাবাই বলেই সম্বোধন করেন ৷ দিনের পর দিন এমন একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন পর্দার মিঠাই ৷ যে সেটি সবার কাছে অত্যন্ত প্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: 'স্বামী' চুরি করেছিলেন ঐশ্বর্য! অভিষেকের জন্য আত্মহত্যার চেষ্টা জাহ্নবী কাপুরের

তাঁর ও সিডের সম্পর্কে রসায়ন অত্যন্ত পছন্দের ৷ ফলে এই ধারাবাহিকের মাধ্যমে সৌমিতৃষ্ণা যেন প্রত্যেকের ঘরের মেয়েতে পরিণত হয়েছেন ৷ ড্রয়িং রুম থেকে বেডরুম তারপরে কখন যে তিনি সবার মনের মাঝে জায়গায় করেছেন ৷

আরও পড়ুন: কেকে বিতর্ক পিছনে ফেলে আবার একসঙ্গে রূপঙ্কর-ইমন, সৌজন্যে রবি ঠাকুর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেখানেও শেষ আজ মিঠাই সবার ফোনে, সবার মনে ৷ তবে পুজোর আগে এই বড় উপহার সত্যিই পুজো জমিয়ে দিল তা আর বলার অপেক্ষা রাখেনা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজোর আগে বড় খবর! সোশ্যাল মিডিয়ায় বিরাট খুশির খবর শেয়ার মিঠাইয়ের, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল