ক্যাপশনে মীর যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় পাঁচ বছর আগে এই দিনে আমি ছিলাম রোমে, পাঁচ বছর পর এই দিনে আমি এখন হোমে ( বাড়িতে)৷ দেখে বোঝাই যাচ্ছে কোনও স্যুভেনির শপে ছবিটি তোলা হয়েছে ৷
কিন্তু মীরের ক্যাপশনের সঙ্গে পাল্লা দিয়েই রসিকতার ছোঁয়া কমেন্টেও ৷ কবি শ্রীজাতর কথায়, রোমের মাটিতে মীরের এই সাজ ও অভিজ্ঞতা বেশ ‘রোমহর্ষক’! এ ছাড়াও রোম এবং হোমের সঙ্গে মিলিয়ে মজা করতেও ছাড়েননি অনেক নেটিজেনই ৷ কিন্তু ছবিতে তিনি নিজেই আছেন তো ? এই সংশয়ও প্রকাশ করেছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী ৷ মীরের ছবির নীচে স্বয়ং জুন আন্টিকে পেয়ে নেটিজেনদের আনন্দ তুঙ্গে ৷ মীরের পাশাপাশি তাঁরা নানারকম প্রশ্ন করেছেন জুন আন্টিকেও ৷
advertisement
মিশ্র প্রতিক্রিয়া অপেক্ষা করে আছে মীরের জন্যও ৷ কেউ কেউ আবার অনুযোগ করেছেন ‘মীরাক্কেল’ নিয়েও ৷ তাঁদের অভিযোগ শো-এর মান বেশ পিছু হটেছে ৷ তবে বেশিরভাগ মন্তব্যেই ‘রোম’ এবং ‘হোম’ নিয়ে রসিকতা ৷ বিদূষক তথা রেডিয়ো জকি-র প্রতি অনুরাগীদের পরামর্শ, রোমে থাকার সময় রোমানের মতো আচরণ করেছেন ৷ এখন হোমে (বাড়িতে) থাকার আচরণই পালন করুন ৷
ছবি-ফেসবুক
পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও খুবই জনপ্রিয় শিল্পী-সঞ্চালক মীর ৷ নিছক রসিকতার বাইরে বিভিন্ন সামাজিক ইস্যুতেও নিয়মিত পোস্ট করেন তিনি ৷ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় উদ্বেগও প্রকাশ করেছেন বঙ্গ বিনোদনের জনপ্রিয় এই মুখ ৷