TRENDING:

Mimi Chakraborty gets threat: মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি, কলকাতা পুলিশের নজরে আনলেন অভিনেত্রী নিজেই

Last Updated:

গত ১৪ অগাস্ট মধ্যরাতে আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন৷ এবার নিজের এক্স হ্যান্ডেলেই ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ অভিনেত্রী নিজেই এ দিন কলকাতা পুলিশকে ট্যাগ করে ওই হুমকি বার্তা রিপোস্ট করেছেন৷ তবে পুলিশে অভিযোগ জানানোর বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন মিমি৷
ধর্ষণের হুমকি পেলেন মিমি৷
ধর্ষণের হুমকি পেলেন মিমি৷
advertisement

নিজের এক্স হ্যান্ডেলে ধর্ষণের হুমকির স্ক্রিনশট তুলে ধরে মিমি লিখেছেন, আমরা তো মহিলাদের জন্য ন্যায় বিচার চাইছি তাই না? এগুলো তারই একটি নমুনা৷ এরকম কিছু বিষধর পুরুষই ভিড়ের মধ্যে মিশে গিয়ে মহিলাদের পাশে দাঁড়ানোর ভেক ধরে আছে৷ কী ধরনের শিক্ষা এবং পরিবেশে এরা বড় হয়েছে?

advertisement

গত ১৪ অগাস্ট মধ্যরাতে আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি৷ তার পরই ধর্ষণের হুমকি পেলেন তিনি৷

মিমি এই পোস্ট করার পরই অবশ্য নেট ব্যবহারকারীদের অনেকেই এই হুমকি বার্তার তীব্র নিন্দা করে কলকাতা পুলিশকে তৎপর হওয়ার দাবি জানিয়েছেন৷ কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখাকে ট্যাগ করে একজন লিখেছেন, ‘প্রাক্তন একজন সাংসদ যদি এরকম হুমকি পান, তাহলেই বোঝা যায় মহিলারা কতটা বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছেন৷ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ করা হোক৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

একা মিমি নন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে টালিগঞ্জের অনেক অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরাই পথে নেমেছেন৷ মিমি অভিযোগ না জানালেও স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা পুুলিশ মিমিকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে কি না, সেটাই দেখার৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty gets threat: মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি, কলকাতা পুলিশের নজরে আনলেন অভিনেত্রী নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল