TRENDING:

Mimi Chakarborty: খাবারে চুল, ক্ষমা চাওয়ার বালাই নেই! বিমান সংস্থার উপর বেজায় চটলেন তারকা-সাংসদ মিমি

Last Updated:

Mimi Chakarborty: একটি ট্যুইটের মাধ্যমে ওই উড়ান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান তারকা-সাংসদ। ছবি দিয়ে অভিযোগ জানান, বিমানে দেওয়া খাবারের মধ্যে চুল ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উড়ান সংস্থার গাফিলতি নিয়ে নানা সময়ে সমালোচনা করেছেন তারকারা। হেনস্থা হওয়ারও অভিযোগও আনতে দেখা গিয়েছে অনেককে। এ বার এক বিখ্যাত দুবাইয়ের এক বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
বিমান সংস্থার গাফিলতি নিয়ে ক্ষুব্ধ মিমি
বিমান সংস্থার গাফিলতি নিয়ে ক্ষুব্ধ মিমি
advertisement

একটি ট্যুইটের মাধ্যমে ওই উড়ান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান তারকা-সাংসদ। ছবি দিয়ে অভিযোগ জানান, বিমানে দেওয়া খাবারের মধ্যে চুল ছিল। ক্ষোভ প্রকাশ করে সেই উড়ান সংস্থার উদ্দেশে তিনি লেখেন, 'আপনারা বোধ হয় এতই বড় হয়ে গিয়েছেন যে, যাঁরা আপনাদের সঙ্গে যাত্রা করছেন, তাঁদের খোঁজ নিতেও ভুলে যাচ্ছেন। খাবারে চুল পাওয়াটা মোটেই ভাল বিষয় নয় বলে মনে করি।'

advertisement

আরও পড়ুন: হায়দরাবাদ থেকে খালি পায়ে আমেরিকা! রামের পাখির চোখ অস্কারে, RRR নিয়ে আশায় দেশবাসী

আরও পড়ুন: ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডসে’ সেরার শিরোপা উঠল কার মাথায়? দক্ষিণী ও বলিউডে জোর টক্কর

advertisement

সেই ট্যুইটেই মিমি জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেল করা হলেও কোনও সাড়া মেলেনি। ক্ষমাও চাওয়া হয়নি। মিমি আরও লেখেন, 'এই চুলটা একটা ক্রঁসো থেকে বেরিয়েছে। যেটা আমি খাচ্ছিলাম।' জানা গিয়েছে, এখনও পর্যন্ত সেই উড়ান সংস্থার পক্ষ থেকে মিমির সঙ্গে যোগাযোগ করা হয়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সদ্য ৩৪-এ পা দিয়েছেন মিমি। ভ্যালেন্টাইনস ডে আসার আগেই পাড়ি দিয়েছিলেন প্যারিসে। নিজের বিশেষ দিনটি কাটিয়েছিলেন ভালবাসার শহরেই। মিমিকে শেষ পর্দায় দেখা গিয়েছে অরিন্দম শীল পরিচালিত 'খেলা যখন'-এ। ছবিটিতে তাঁর অভিনয় প্রশংসিত।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakarborty: খাবারে চুল, ক্ষমা চাওয়ার বালাই নেই! বিমান সংস্থার উপর বেজায় চটলেন তারকা-সাংসদ মিমি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল