একটি ট্যুইটের মাধ্যমে ওই উড়ান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান তারকা-সাংসদ। ছবি দিয়ে অভিযোগ জানান, বিমানে দেওয়া খাবারের মধ্যে চুল ছিল। ক্ষোভ প্রকাশ করে সেই উড়ান সংস্থার উদ্দেশে তিনি লেখেন, 'আপনারা বোধ হয় এতই বড় হয়ে গিয়েছেন যে, যাঁরা আপনাদের সঙ্গে যাত্রা করছেন, তাঁদের খোঁজ নিতেও ভুলে যাচ্ছেন। খাবারে চুল পাওয়াটা মোটেই ভাল বিষয় নয় বলে মনে করি।'
advertisement
আরও পড়ুন: হায়দরাবাদ থেকে খালি পায়ে আমেরিকা! রামের পাখির চোখ অস্কারে, RRR নিয়ে আশায় দেশবাসী
আরও পড়ুন: ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডসে’ সেরার শিরোপা উঠল কার মাথায়? দক্ষিণী ও বলিউডে জোর টক্কর
সেই ট্যুইটেই মিমি জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেল করা হলেও কোনও সাড়া মেলেনি। ক্ষমাও চাওয়া হয়নি। মিমি আরও লেখেন, 'এই চুলটা একটা ক্রঁসো থেকে বেরিয়েছে। যেটা আমি খাচ্ছিলাম।' জানা গিয়েছে, এখনও পর্যন্ত সেই উড়ান সংস্থার পক্ষ থেকে মিমির সঙ্গে যোগাযোগ করা হয়নি।
সদ্য ৩৪-এ পা দিয়েছেন মিমি। ভ্যালেন্টাইনস ডে আসার আগেই পাড়ি দিয়েছিলেন প্যারিসে। নিজের বিশেষ দিনটি কাটিয়েছিলেন ভালবাসার শহরেই। মিমিকে শেষ পর্দায় দেখা গিয়েছে অরিন্দম শীল পরিচালিত 'খেলা যখন'-এ। ছবিটিতে তাঁর অভিনয় প্রশংসিত।