TRENDING:

Mika Singh Akanksha Puri Wedding: ৪৫ বছরের Mika Singh খুঁজে পেলেন 'বউ'! হাত ঘুরিয়ে মোটা মোটা সোনার 'কঙ্গন' দেখালেন 'কনে' আকাঙ্খা পুরী!

Last Updated:

Mika Singh Akanksha Puri Wedding: শেষ পর্যন্ত নিজের ভালোবাসাকে খুঁজে পেলেন এই পপ স্টার মিকা সিং। গায়িকা-অভিনেত্রী আকাঙ্খা পুরীর গলাতেই শেষমেশ 'মালা' দিলেন মিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Mika Singh Akanksha Puri Wedding: বলিউডের বিখ্যাত গায়ক মিকা সিংয়ের বিয়ে বেশ কিছুদিন যাবৎ ছিল চর্চায়। অবশেষে ৪৫-এ বছর বয়সে এসে এবার 'মিকা সিং কি দুলহানিয়া'র খোঁজও শেষ হল পপস্টারের। টেলিভিশন থেকেই নিজের কনেকে বেছে নিয়েছেন গায়ক মিকা সিং। মিকা সিং-য়ের বিয়ের 'স্বয়ম্বর-মিকা দি ভোটি' (Swayamvar Mika Di Voti)-র মধ্যে থেকেই শেষ পর্যন্ত নিজের ভালোবাসাকে খুঁজে পেলেন এই পপ স্টার। গায়িকা-অভিনেত্রী আকাঙ্খা পুরীর গলাতেই শেষমেশ বরমালা দিলেন মিকা।
মিকা-আকাঙ্খা পুরী বিবাহ অভিযান
মিকা-আকাঙ্খা পুরী বিবাহ অভিযান
advertisement

২৪ জুন রবিবার শেষ হল মিকা সিং -এর স্বয়ংম্বর সভা। আর সেখানেই স্ত্রী হিসাবে বেছে নিলেন আকাঙ্খা পুরীকে (Akanksha Puri)। শোয়ের শুরুতে মিকার মন জয় করতে মোটে ১২ জন প্রতিযোগী 'স্বয়ংবর-মিকা দি ভোটি'-তে অংশ নিয়োছিলেন। গত ১৯ জুন থেকে শুরু হয়েছিল তাঁর বউ খোঁজার পর্ব। গোটা শো জুড়ে প্রত্যেকেই মিকার হৃদয় জেতার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন।

advertisement

শেষ পর্যন্ত মিকা সিং-এর স্ত্রী হওয়ার লড়াইয়ে আকাঙ্খা পুরী, প্রান্তিকা দাস আর নীল মহলের মধ্যে চলে জোড়দার টক্কর। রবিবার গ্র্যান্ড ফিনালের মঞ্চে একেবারে বধূবেশে হাজির হন তাঁরা। কিন্তু দুজনকেই হারিয়ে মিকা সিংয়ের এই স্বয়ম্বর জিতেছেন আকাঙ্খা পুরী। এরপর দুজনেই একে অপরকে মালা পরিয়েছেন, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

জীবনসঙ্গীর খোঁজে আয়োজিত এই স্বয়ম্বর-এ মিকা সিং আকাঙ্খা পুরীকে সঙ্গী হিসেবে বেছে নেন। শো শেষে আকাঙ্খাকে বিজয়ী ঘোষণা করে, মিকা শুধুমাত্র অভিনেত্রীকে একটি ব্রেসলেট এবং মালা পরিয়ে দেন। এক মাস ধরে চলা এই রিয়েলিটি শো-তে অনেক প্রতিযোগী অংশ নিয়েছিলেন, যার মধ্যে মিকা তাঁর 'ভোট' হিসেবে আকাঙ্ক্ষা পুরীকে বেছে নিয়েছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mika Singh Akanksha Puri Wedding: ৪৫ বছরের Mika Singh খুঁজে পেলেন 'বউ'! হাত ঘুরিয়ে মোটা মোটা সোনার 'কঙ্গন' দেখালেন 'কনে' আকাঙ্খা পুরী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল