২৪ জুন রবিবার শেষ হল মিকা সিং -এর স্বয়ংম্বর সভা। আর সেখানেই স্ত্রী হিসাবে বেছে নিলেন আকাঙ্খা পুরীকে (Akanksha Puri)। শোয়ের শুরুতে মিকার মন জয় করতে মোটে ১২ জন প্রতিযোগী 'স্বয়ংবর-মিকা দি ভোটি'-তে অংশ নিয়োছিলেন। গত ১৯ জুন থেকে শুরু হয়েছিল তাঁর বউ খোঁজার পর্ব। গোটা শো জুড়ে প্রত্যেকেই মিকার হৃদয় জেতার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন।
advertisement
শেষ পর্যন্ত মিকা সিং-এর স্ত্রী হওয়ার লড়াইয়ে আকাঙ্খা পুরী, প্রান্তিকা দাস আর নীল মহলের মধ্যে চলে জোড়দার টক্কর। রবিবার গ্র্যান্ড ফিনালের মঞ্চে একেবারে বধূবেশে হাজির হন তাঁরা। কিন্তু দুজনকেই হারিয়ে মিকা সিংয়ের এই স্বয়ম্বর জিতেছেন আকাঙ্খা পুরী। এরপর দুজনেই একে অপরকে মালা পরিয়েছেন, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
জীবনসঙ্গীর খোঁজে আয়োজিত এই স্বয়ম্বর-এ মিকা সিং আকাঙ্খা পুরীকে সঙ্গী হিসেবে বেছে নেন। শো শেষে আকাঙ্খাকে বিজয়ী ঘোষণা করে, মিকা শুধুমাত্র অভিনেত্রীকে একটি ব্রেসলেট এবং মালা পরিয়ে দেন। এক মাস ধরে চলা এই রিয়েলিটি শো-তে অনেক প্রতিযোগী অংশ নিয়েছিলেন, যার মধ্যে মিকা তাঁর 'ভোট' হিসেবে আকাঙ্ক্ষা পুরীকে বেছে নিয়েছেন।