হঠাৎ দু’মাসের পুরনো একটি ক্লিপ প্রকাশ্যে আসে। যেটি ভাইরাল হওয়ার পরেই ভিভিয়ানের কন্যা ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন রামিজ রাজার দিকে। তাঁর কথায়, ‘প্রিয় রামিজ রাজা স্যর, মাধুর্য আসলে এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য, আমার বাবা, মা এবং আমার মধ্যে প্রচুর আছে। আপনার মধ্যে একদমই নেই। গোটা পৃথিবী যেই বিষয় নিয়ে ৩০ বছর আগে হাসা বন্ধ করে দিয়েছে, পাকিস্তানের জাতীয় টিভি শো-তে বসে আপনাকে হাসতে দেখে বিরক্ত লাগছে। ভবিষ্যতের দিকে পা বাড়ান। আমরা বাকি তিনজন কিন্তু এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।’
পুরনো সেই ভিডিওতে দেখা গিয়েছে এক কমেডিয়ান মজা করে বলছেন, ‘‘যে মহিলা (নীনা গুপ্তা) নিজেকে মল্লিকা-এ-আলিয়া বলেন, তাঁর ভাগ্যেই জোটে মিস্টার কালিয়া।’’ যে মন্তব্যের পর বাকি সকলের সঙ্গে হো হো করে হেসে ওঠেন রামিজ রাজাও।
সদ্য পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক বলি সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তা নিয়ে হইচই শুরু হয়েছে বলিপাড়ায়। তারপর আবার পুরনো এক ভিডিও দেখে সমালোচনা শুরু হয়েছে নেটপাড়ায়।