TRENDING:

প্রিয়া প্রকাশকে টেক্কা দিতে এবার ভাইরাল এই কন্যা !

Last Updated:

মিষ্টি হাসি, চোখের ইশারায় গোটা বিশ্বে সাড়া ফেলেছেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মিষ্টি হাসি, চোখের ইশারায় গোটা বিশ্বে সাড়া ফেলেছেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ৷ ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউবে রেকর্ড সাফল্য তাঁর ৷ তবে এরই মাঝে প্রিয়া প্রকাশকে টেক্কা দিতে এবার মাঠে নামলেন মিস ইউনিভার্স মানসী চিল্লার ৷ ইনস্টাগ্রামে আপলোড করলেন সুইম স্যুট পরা এমন ছবি, যে প্রিয়া প্রকাশের জনপ্রিয়তাকেও প্রায় ছাপিয়ে গেলেন মানসী ৷
advertisement

হরিয়ানার মেয়ে মানুসী চিল্লার ৷ জিতে নিয়েছেন বিশ্ব সুন্দরীর তকমা ৷ মেডিক্যালের এই ছাত্রী রাতারাতি সেলেব্রিটি হয়ে গিয়েছেন মিস ওয়ার্ল্ড হওয়ার পর ৷ এমনকী, মডেলিং জগতেও এক বেশ নামডাক মানুসীর ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়া প্রকাশকে টেক্কা দিতে এবার ভাইরাল এই কন্যা !