TRENDING:

Mahesh Bhatt: মেয়ের বয়সি মণীষাকে চুমু ৭৪-এর মহেশের! '...ভয় পেয়েছিলাম', বিস্ফোরক যুবতী! কী বলছেন

Last Updated:

Mahesh Bhatt: 'বিগ বস'-এর ঘরে পা রাখতেই শুরু হয়ে যায় নয়া বিতর্ক। ঘরের কনিষ্ঠতম প্রতিযোগী মণীষা রানি-কে চুম্বন দেন মহেশ। আর তা নিয়েই শুরু হয় বিস্তর চর্চা, জলঘোলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিন কয়েক আগের কথা। ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করেছিলেন মহেশ ভাট। প্রতিযোগী হয়ে নয়। মেয়ে পূজা ভাটের সঙ্গে দেখা করতে আসেন বর্ষীয়ান পরিচালক। আর সেখানে তিনি পা রাখতেই শুরু হয়ে যায় নয়া বিতর্ক। ঘরের কনিষ্ঠতম প্রতিযোগী মণীষা রানি-কে চুম্বন দেন মহেশ। আর তা নিয়েই শুরু হয় বিস্তর চর্চা, জলঘোলা।
advertisement

‘বিগ বস’ শেষ হতেই এ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন মণীষা। তাঁর কথায়, “আমার একেবারেই কোনও অস্বস্তি হয়নি। মানুষ যদি ভেবে থাকে উনি আমাকে ভুল ভাবে ছুঁয়েছেন, তবে সেটা খুবই ভুল। উনি আমার কাকু বা বাবার মতো।”

আরও পড়ুন: অক্ষয়-অজয়-সলমন ফিরিয়েছিলেন প্রস্তাব! ৩০ বছর আগের এই ছবির হাত ধরেই বলিউড পায় তার বাদশাকে

advertisement

আরও পড়ুন: প্রেম করছেন শাহরুখ খান, নয়নতারার সঙ্গে চুটিয়ে প্রেম রোম্যান্স কিংয়ের! দেখুন

বিগ বসের সেই পর্বে দেখা যায়, মণীষার হাতের উপর হাত রাখেন মহেশ। অভিনেত্রীর হাতে হাত বোলাতে থাকেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়। নেটমাধ্যমের অনেকেই মহেশের এই আচরণ ভাল ভাবে নেননি। তবে মহেশ কিন্তু সেখানেই থেমে থাকেননি। মণীষার জীবনের কাহিনি পূজার মুখে শুনে বিহারের এই মেয়ের হাতে চুমুও খান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

মণীষা যদিও এই পুরো ঘটনাকে বিতর্কিত হিসেবে দেখতে নারাজ। তাঁর কথায়, “বড়রা নানা ভাবে ছোটদের প্রতি তাঁদের ভালবাসা ব্যক্ত করেন। কখনও তাদের স্পর্শ করে নিজেদের ভালবসা বোঝাতে চান। কিন্তু উনি যখন আমাদের চুপ করতে বলেছিলেন, তখন ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি একদম কথা না বলে থাকতে পারি না। উনি খুব বড় একজন পরিচালক। ওঁর সঙ্গে দেখা হওয়াটা আমার স্বপ্ন। ওঁর উদ্দেশ্যে কোনও একেবারেই অসৎ ছিল না।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahesh Bhatt: মেয়ের বয়সি মণীষাকে চুমু ৭৪-এর মহেশের! '...ভয় পেয়েছিলাম', বিস্ফোরক যুবতী! কী বলছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল