TRENDING:

Ranu Mandal | Manike Mage Hithe: লাল টি-শার্টে রানু মণ্ডল ! গাইছেন 'মানিকে মাগে হিতে' ! ভাইরাল ভিডিও

Last Updated:

Ranu Mandal | Manike Mage Hithe: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে। সেখানে লাল টিশার্ট পরে 'মানিকে মাগে হিতে' গাইছেন রানু (Ranu Mandal)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মানিকে মাগে হিতে (Manike Mage Hithe)। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই গান তুমুল ভাইরাল। শ্রীলঙ্কার গায়িকা ইওহানির(Yohani)  এই গান এখনও শোনেননি এমন মানুষ খুব কম আছে। শুধু শোনা নয়, অনেকেই এই গান গেয়েও ফেলেছেন। বলিউড সেলেবরাও এই গানের তালে তালে করছেন রিল ভিডিও।
Ranu Mandal | photo source You tube
Ranu Mandal | photo source You tube
advertisement

মানিকে মাগে হিতে-র (Manike Mage Hithe)সঙ্গে যে যার নিজের ভাষার গান জুড়ে দারুণ সব মিউজিক ভিডিও তৈরি করে ফেলছেন। বাংলাতেও অনুবাদ হয়েছে এই গানের। এমনকি সিংহলি ভাষায় এই গানের কি মানে তা নিয়েও হয়েছে নানা কিছু। তবে শুধু ভারত নয় গোটা বিশ্বের সকলেই মেতেছেন এই গানে।

advertisement

বাংলাদেশের কমেডিয়ান হিরু আলম সে আবার নিজের ছন্দে এই গান গেয়েছেন। মানিকে মাগে হিতে (Manike Mage Hithe)গাওয়ার পর এমন ভাইরাল হয়েছেন হিরু আলম, যে তিনি ট্রমাতে চলে গিয়েছিলেন। তবে এই গান এখনও গাইতে শোনা যায়নি রানাঘাটের রানু মণ্ডলকে (Ranu Mandal) । এমন ভাইরাল গান রানুর গলায় না শুনলে হয়!

রানু মণ্ডল  (Ranu Mandal)এখন রানাঘাটে নিজের ভাঙা বাড়িতেই থাকেন। তাঁর ঘরে একটা ছোট্ট বাল্ব জ্বলে। এখন আর খোঁজ নেন না কেউই। বলিউড থেকে পাওয়া টাকা পয়সা সব শেষ। আবার সেই পথের ভিখারি রানু মণ্ডল। তাঁকে তৈরি হওয়া হই-চইতে ভাঁটা পড়েছে বইকি। তবে তার মধ্যেও সুখবর হল রানুকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।

advertisement

রানুর  (Ranu Mandal)চরিত্রে কে অভিনয় করবেন, তাও ঠিক হয়ে গিয়েছে। যদিও এসব নিয়ে মাথা ব্যথা নেই রানুর। তিনি তো জানতেনও না বিষয়টা ভালো করে। তবে সে যাই হোক, রানু মণ্ডল কিন্তু আরও একবার ভাইরাল হলেন। এবার তিনি ভাইরাল 'মানিকে মাগে হিতে'র জন্য।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে। সেখানে লাল টিশার্ট পরে 'মানিকে মাগে হিতে' গাইছেন রানু (Ranu Mandal)। তাঁকে সব সময় ছেঁড়া নাইটি আর গামছা পরে থাকতেই দেখা যায়। কিন্তু এই ভিডিওতে লাল টিশার্ট পরে নিয়েছেন। এবং ভাষা বোঝার দরকার নেই নিজের ছন্দে গেয়ে চলেছেন, "মানিকে মাগে হিতে"।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। অনেকে বলছেন, "যাক ফের দেখা পাওয়া গেল রানুদির (Ranu Mandal)।" কেউ কেউ আবার বলছেন , " এই গান বলিউডে গাইবেন নাকি?" এমন নানা মন্তব্যে ভরে রয়েছে। তবে এসবের জন্য ফের একবার ভাইরাল হলেন রানু মণ্ডল।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranu Mandal | Manike Mage Hithe: লাল টি-শার্টে রানু মণ্ডল ! গাইছেন 'মানিকে মাগে হিতে' ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল