কমলাকান্ত লাহার অভিযোগ গায়কের শ্যুটিং চলাকালীন তাঁর সঙ্গে গতকাল বুধবার ব্যবসায়িক কাজে কোপাই গ্রামের আগে ধর্মতলা এলাকায় যাওয়ার পথে, তালতোড় গ্রামে অরিজিৎ সিংয়ের শ্যুটিং চলছিল। সেখানে নিরাপত্তারক্ষীরা তাকে প্রায় পাঁচ মিনিট দাঁড়াতে বলেন। কিন্তু দশ মিনিট পার হলেও যেতে না দেওয়ায় তিনি এগোতে চাইলে, নিরাপত্তারক্ষীরা তাঁর মোটরবাইকের চাবি ও হেলমেট কেড়ে নেন এবং তাকে ধাক্কাধাক্কি করে এবং হেনস্থা করতে থাকেন বলেই অভিযোগ তাঁর। স্থানীয় শিল্পী কমলাকান্তের আরও অভিযোগ অরিজিতের নিরাপত্তারক্ষীরা পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করেন।
advertisement
পরে শান্তিনিকেতন থানার এক অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কমলাকান্তবাবুর অভিযোগ, এই ধস্তাধস্তির সময় তার হাতে থাকা একটি সোনার আংটি খোয়া যায়। এই ঘটনার পর তিনি অরিজিৎ সিং ও তাঁর নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। শিল্পীর অভিযোগ, ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত। এই ঘটনায় গায়ক অরিজিত্ সিং এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।