শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর৷ তাঁর করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবরে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন - চলছিল মাছের ভেড়ি পরিষ্কারের কাজ, সামনে এল ইয়া বড় কচ্ছপ, দেখুন উদ্ধারের ভিডিও
তিনি নিজের ট্যুইটে লিখেছেন, "Just came to know that our Brand Ambassador Shahrukh Khan has been detected covid positive. Pray for the fastest recovery for the superstar. Get well Shahrukh! Spring back asap!" --- অর্থাৎ , ‘‘এই মাত্র জানতে পারলাম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান কোভিড ১৯ পজিটিভ হয়েছেন৷ সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি সেরে ওঠ শাহরুখ৷ দ্রুত ফিরে এস৷
advertisement
এদিকে হঠাৎ করেই ফের বলিউডে করোনা ভাইরাসের থাবা৷ একাধিক অভিনেতা -অভিনেত্রী করোনা পজিটিভ হচ্ছেন৷ শুধু তাই নয় আসলে মহারাষ্ট্র জুড়েই ফের করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে৷
রবিবার মুম্বইতে কোভিড ১৯ পজিটিভ হয়েছেন ১৪০০ মানুষ৷ মুম্বইতে যে শতাংশ হয়েছে তা গোটা মহারাষ্ট্রের মোট কেসের ৬০ শতাংশ৷