মিডিয়া রিপোর্ট অনুসারে, গত ২৬ মার্চ আলুভা-পারাভুর রোড সেটেলমেন্ট স্কুলের সামনে একটি দুর্ঘটনার মুখোমুখি হওয়ার পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ ধরে লড়াই করে অভিনেতা ৯ এপ্রিল কেরলের এর্নাকুলামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মঙ্গলবার বিকেল ৫টায় থনিয়াকাভু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
advertisement
অভিনয়ে পেশার শুরু করার আগে সুজিত রাজেন্দ্রন দুবাইতে একটি আমেরিকান মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন। দুবাইতে জন্ম ও বেড়ে ওঠা। পরে অভিনয় করবেন বলে দেশে ফিরে আসেন। ২০১৮ সালে, সুগীতের পরিচালনায় ‘কিনাভাল্লি’তে প্রথমবার অভিনয় করেন। ছবিটি দু’টি ভাষায় মুক্তি পেলেও বক্স অফিসে কোনও প্রভাব ফেলতে পারেনি।
ছবিটির বক্স অফিসে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও, সুজিত তাঁর অভিনয়ের জন্য অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ফলে এর পর থেকে ইন্ডাস্ট্রির একাধিক সেলিব্রিটির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। তিনি সানি লিওনের সঙ্গে ‘ম্যারাথন’ এবং ‘রঙ্গিলা’-তে অভিনয় করেছেন।