মালাইকা কোথায়, কখন যাচ্ছেন তা জানার জন্য একপ্রকার মুখিয়ে রয়েছেনন ভক্তরা৷ দিনকয়েক আগেই হাসপাতালের বাইরে মায়ের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে৷ সূত্রের খবর, বাবা অনিল আরোরা হাসপাতালে ভর্তি রয়েছেন৷ বাবাকে দেখতেই হাসপাতালে গেছিলেন অভিনেত্রী৷ এর মধ্যেই প্রেমিক অর্জুনের সঙ্গে নৈশভোজে গেলেন মালাইকা৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে৷
আরও পড়ুন- বাথরুম থেকে মিলল জনপ্রিয় এই গায়িকার নিথর দেহ, স্টেজে ওঠার আগেই মর্মান্তিক পরিণতি!
আরও পড়ুন-‘এটাই উজ্জ্বল হওয়ার সময়’, অন্তঃসত্ত্বা শুভশ্রীর রূপের ছটায় ভিড়মি খেলেন ভক্তরা
মালাইকা আরোরা দিকে পাপারাৎজিদের চোখ সর্বদাই থাকে৷ বুধবারই অভিনেত্রী মালাইকাকে তাঁর মায়ের হাত ধরে হাসপাতালের সিঁড়ি থেকে নামতে দেখা গেছে। হাসপাতাল থেকে বেরিয়েই গাড়িতে উঠে চলে যান অভিনেত্রী। কী কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন মালাইকা আরোরার বাবা, তা জানা যায়নি। তবে এদিন মালাইকাকে একাই দেখা গেছে হাসপাতালের বাইরে। প্রেমিক অর্জুন কাপুরকে দেখা যায়নি। মালাইকা আরোরার বয়স যখন মাত্র ১১ বছর, তখনই মা জয়েস পলিকার্প এবং বাবা অনিল আরোরা ডিভোর্স হয়ে যায়৷ তারপর থেকে মায়ের কাছেই মানুষ দুই বোন৷ মালাইকা আরোরা দিকে পাপারাৎজিদের চোখ সর্বদাই থাকে৷ প্রেম নিয়েও চর্চায় থাকেন মালাইকা৷ বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন মাল্লা৷ ১২বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়নের কথা সকলেই জানেন৷ ফের শিরোনামে উঠে এলেন নায়িকা৷