TRENDING:

আলিয়া নয়, নাতনির আগমনের খবর শুনে বড় মেয়ে পূজার কথা মনে পড়ে মহেশের! কিন্তু কেন

Last Updated:

আলিয়ার সৎ দাদা রাহুল ভাট জানিয়েছেন, নাতনিকে দেখার জন্য উতলা মহেশ। তার আগমনের খবর পেয়েই এক লহমায় ফিরে গিয়েছেন অতীতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জীবনের নতুন ভূমিকায় উত্তরণ মহেশ ভাটের। এখন তিনি দাদু। রবিবার কন্যাসন্তানের মা হয়েছেন আলিয়া ভাট। আর সেই সুখবর পেয়েই আবেগঘন বর্ষীয়ান পরিচালক। এক লহমায় ফিরে গিয়েছেন অতীতে।
advertisement

আলিয়ার সৎ দাদা রাহুল ভাট জানিয়েছেন, নাতনিকে দেখার জন্য উতলা মহেশ। তার আগমনের খবর পেয়েই এক লহমায় ফিরে গিয়েছেন অতীতে। পুজা, শাহিন, আলিয়া, তিন মেয়েকেই পরম যত্নে বড় করে তুলেছেন পরিচালক। নাতনি ভূমিষ্ঠ হওয়ার পর যেন সেই দিনগুলির কথাই মনে পড়ছে তাঁর।

রাহুল বললেন, "বাবা যেন অতীত ফিরে পেয়েছেন। এই আনন্দের সময়টাকে তিনি পুজার জন্মের দিনের সঙ্গে তুলনা করছেন।"

advertisement

আরও পড়ুন: 'আলিয়া ও সন্তান ভাল আছে'! সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত ঠাকুমা নীতু কাপুর

আরও পড়ুন: আলিয়ার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত 'দাদু' করণ! পরের ছবির কাস্টিং রেডি, ঠাট্টা নেটিজেনের

রবিবার মুম্বইয়ের এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। আপাতত উৎসবের মরশুম ভাট এবং কাপুর পরিবারে।

advertisement

আবেগের বানভাসি রণবীরের মনেও। ফুটফুটে রাজকন্যাকে দেখে কান্না থামেনি তাঁর। এমন আবেগঘন অভিনেতার জীবনে আগে এসেছে বলে মনে করতে পারছেন না তাঁর ঘনিষ্ঠরা।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এপ্রিল মাসে বিয়ে করেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া। এ বার দুই থেকে তিন হলেন তাঁরা। শুরু হল নতুন অধ্যায়। রণবীরের ঘনিষ্ঠমহলের এক ব্যক্তি বলেছেন, প্রথম বার মেয়েকে কোলে নিয়ে আবেগ সামলে উঠতে পারেননি অভিনেতা। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। স্বামী এবং সন্তানকে দেখে আবেগঘন হয়ে পড়েন আলিয়াও।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আলিয়া নয়, নাতনির আগমনের খবর শুনে বড় মেয়ে পূজার কথা মনে পড়ে মহেশের! কিন্তু কেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল