পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের শহরাঞ্চলে বেশ কিছু ডিলাক্স হোটেল রয়েছে। সেখানে ওই ছবিগুলির শ্যুট চলত। ইতিমধ্যেই রাজের বিরুদ্ধে একটি চার্জশিট ফাইল করেছে সাইবার পুলিশ।
চার্জশিটে দাবি করা হয়েছে, শার্লিন চোপড়া, পুণম পাণ্ডের মতো অভিনেত্রীরা রাজের সঙ্গে যুক্ত ছিলেন। মিতা ঝুনঝুনওয়ালা নামে এক প্রযোজক এবং ক্যামেরাম্যান রাজু দুবেরও নাম জড়িয়েছে তাঁদের সঙ্গে। জানা গিয়েছে, ১০০টি মতো ছবি তৈরি করেছিলেন রাজ। নানা ওটিটি প্ল্যাটফর্মেও দেখানো হত সেগুলি।
advertisement
আরও পড়ুন: বলেছিলাম তুই যেদিন আমার বয়সি হবি, বড় নায়িকা হবি, ঐন্দ্রিলার স্মৃতিচারণে অঙ্কুশ
আরও পড়ুন: হাসপাতালে প্রথম আলাপ, অগাধ সম্মান জেগেছিল, সেই ঐন্দ্রিলা নেই? গলা ধরে এল গৌরবের
হাজত থেকে ছাড়া পাওয়ার পর চার দেওয়ালের ঘেরাটোপে নিজেকে বন্দি রেখেছিলেন রাজ। এখনও মুখ ঢেকে সংবাদমাধ্যমের সামনে আসেন তিনি। কিন্তু একাধিক বার নিজেকে নির্দোষ বলে দাবি করেও নতুন নতুন বিতর্কে জড়াচ্ছেন শিল্পার স্বামী।