এই অ্যাপে আইডি তৈরি করে অনলাইন বেটিং করা যেত। যারা রেজিস্ট্রার করতেন তাঁদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত! এই মহাদেব বেটিং অ্যাপে নাম জড়িয়েছে সানি লিওনেরও! সানিকে ইতিমধ্যেই ডেকে পাঠিয়ে জেরা করেছে ইডি। এই বেটিং অ্যাপের নেপথ্য রয়েছে সৌরভ চন্দ্রকর! ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে চলে যায় সে। সেখানে বিগ বাজেটের বিয়েও করেছে সে! ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। এবার সেই সব তারকা ইডির নজরে। ধরে ধরে তলব করা হবে প্রত্যেককে!
advertisement
আরও পড়ুন:
এই বিগ বাজেটের বিয়েতে অংশ নিতে দেখা গিয়েছিল সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্কর-সহ আরও অনেককে। সূত্রের খবর ইডির পাঠানো লিস্টে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে কুষ্ণা অভিষেক-এর নামও রয়েছে। তাদের মধ্যে থেকেই আগামিকাল ডেকে পাঠানো হয়েছে কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে। এবার অপেক্ষা এটাই দেখার জল কতটা ঘোলা হয়! যদিও এ বিষয়ে এখনও কিছু জানাননি কপিল শর্মা-সহ বাকি তারকারা!