সে সময় সঞ্জয় কাপুর বি-টাউনের রোমান্টিক হিরোদের মধ্যে অন্যতম। আর মাধুরী তো সে সময় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। এই দুইয়ের জুটিতে এই ছবি সুপারহিট হয়েছিল। এই ছবির একটি গান আজও মানুষকে গুনগুন করতে শোনা যায়। 'আঁখিয়া মিলাউ কভি আঁখিয়া চুরাউ, কেয়া তুনে কিয়া জাদু।" এই গানে চুটিয়ে নেচেছেন মাধুরী ও সঞ্জয় (Madhuri Dixit-Sanjay Kapoor)।
advertisement
এই ছবির পর ২৭টা বছর কেটে গিয়েছে। এখন বয়সে মাধুরী ও সঞ্জয় দু'জনেই অনেক পরিণত। কিন্তু তাঁদের মধ্যে কার সেই আবেগ এখনও অটুট। সম্প্রতি একটি বলিউড পার্টিতে অংশ নিয়েছিলেন মাধুরী দিক্ষিত, সঞ্জয় কাপুর, ফারহা খান, রিতেশ দেশমুখ, জেনেলিয়ার মতো বহু বলি তারকা। আর সেখানেই ফের একবার নেচে মন জয় করলেন মাধুরী দিক্ষিত ও সঞ্জয় কাপুর(Madhuri Dixit-Sanjay Kapoor)। রাজা ছবির গানে এই জুটি ফের একবার মুগ্ধ করেছেন দর্শককে।
আরও পড়ুন: গোলগাপ্পা খেতে গিয়ে দাড়ি-গোঁফ গজালো নেহা কক্করের মুখে ! সোশ্যাল মিডিয়ায় এসে দোষারোপ গায়িকার !
সঞ্জয় কাপুর এই নাচের ভিডিও শেয়ার করেছেন তাঁর ইসন্টাগ্রাম হ্যান্ডেলে। সকলকে ধন্যবাদ দিয়েছেন তিনি। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। প্রসঙ্গত ২৭ বছর পর ফের পর্দায় জুটি বাঁধলেন মাধুরী ও সঞ্জয় কাপুর। 'ফেমগেম' সিরিজে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে। ২৫ ফেব্রুয়ারি থেকে ওটিটিতে আসবে এই সিরিজ। মাধুরীর এটাই প্রথম ওটিটি কাজ। তবে সঞ্জয় কাপুর এর আগেও একটি সিরিজে অভিনয় করেছেন।
প্রসঙ্গত এই পার্টিটি রেখেছিলেন মাধুরী দিক্ষিত (Madhuri Dixit-Sanjay Kapoor) নিজেই। তাঁর স্বামী নেনের জন্মদিন উপলক্ষে ছিল পার্টির আয়োজন। তবে সেদিন নেনে নয় মাধুরী নাচলেন সঞ্জয়ের সঙ্গে।