অপুর ট্রিলজি শুধু বাংলা ছবির ইতিহাসে নয়, ভারতীয় সিনেমার ইতিহাসকে গোটা বিশ্বের কাছে উজ্জ্বলতর রূপ দেয় ৷ সেই কালজয়ী অপুকে কীভাবে মধুর ভান্ডারকার রিমেক করতে পারেন, তা নিয়েই গোটা দেশে সিনেপ্রেমিদের মধ্যে বিতর্ক ৷ এমনকী, এই ছবির তৈরি বন্ধ করার জন্যও ইন্টারনেটে নতুন গ্রুপ তৈরি হয়েছে, তৈরি হয়েছে পিটিশনও ৷ সবার একটাই বক্তব্য, কোনওভাবেই সত্যজিৎ রায়ের এই মহান সৃষ্টিকে ‘বিকৃত’ করা যাবে না ৷
advertisement
বিতর্ক ওঠে মধুরের এক সাক্ষাৎকার ঘিরেই ৷ যেখানে তিনি জানিয়ে ছিলেন, সত্যজিতের অপুর যেখানে শেষ, সেই জায়গা থেকেই তাঁর ছবি শুরু ৷ আর তারপর থেকেই এই ছবি নিয়ে বিতর্কের ঝড় ৷
এই ছবির নির্মান নিয়ে ট্যুইটও করেছেন সিনেমহলের খ্যাতনামা মানুষেরা ৷
তবে গোটা বিতর্কের জবাবও দিয়েছেন মধুরভান্ডারকর ৷ তিনিও ট্যুইট করে জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের বক্তব্য দেখতে পাচ্ছি ৷ তাঁদের সবাইক বলি ৷ আমরা সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি অপু ট্রিলজি-র রিমেক করছি না ৷ বরং বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায়ের অভিযাত্রিক থেকে অনুপ্রাণিত হয়েই ছবি তৈরি করছি ৷ এই ছবির প্রযোজক সাহিত্যিকের পরিবারের কাছ থেকে সমস্ত স্বত্ত কিনে নেওয়া হয়েছে ৷ সত্যজিৎ রায়কে অনুকরণ করার মতো সাহস আমার নেই ৷ রায় আমাকে অনুপ্রেরণা জোগায় !’