একদম ঠিক পড়েছেন। কঙ্গনা (Kangana Ranaut) এবার জেল খুলেছেন। সেখানে তিনি এবার বদলা নেবেন সেলেবদের ওপর। এতদিন ধরে তাঁকে যারা যারা কটুক্তি করেছেন সকলকে ধরে ধরে পুরবেন জেলে। এবং সেখানে শুধু চলবে বদলা নেওয়া। ইতিমধ্যেই ১৬ জন সেলিব্রিটিকে তিনি এই জেলে ঢোকানোর সব ব্যবস্থা করে ফেলেছেন।
এই কাজ করার অধিকার তাঁকে দিল কে! কাউকে দিতে হয়নি নিজেই ছিনিয়ে নিয়েছেন। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমার জেল এমন যেখানে না চলবে ভাইগিড়ি, না বাবার টাকা কাজে লাগবে, তৈরি হয়ে যাও 'লক-আপ'-এর জন্য। ২৭ তারিখে থেকেই দেখতে পাবেন এই জেলে কী হাল হয় সেলেবদের।"
advertisement
এছাড়াও ভিডিওতে তিনি বলছেন, 'এখানে দু'ধরণের মানুষ আছে। কেউ আমায় পছন্দ করে কেউ আমায় ঘৃণা করে। নেপোটিজম থেকে শুরু করে সব কিছু নিয়ে আমাকে আঘাত করা? এবার সব বদলা আমি নেব। একজনকেও ছাড়বো না। এই লক-আপে শুধু আমি যা বলবো সেটাই হবে।" কালো পোশাকে দারুণ মোহময়ী লাগছে তাঁকে। শয়তান ও দেবীর বাস যেন এক শরীরে। আসলে এম-এক্স প্লেয়ারে ২৭ ফেব্রুয়ারি Lock Upp Teaser থেকে নতুন রিয়ালিটি শো নিয়ে আসছেন কঙ্গনা (Kangana Ranaut)। এখানে থাকবেন ১৬ জন পসেলেব। যাদের থাকতে হবে জেলে। এই শো সলমন খানের মতো হোস্ট করবেন কঙ্গনা। এখানে তিনি যা বলবেন তাই হবে। সবার থেকে বদলা নেবেন কঙ্গনা।
আরও পড়ুন: সমকামিতা ট্যাবু নয় ! 'বধাই দো' সমাজের চোখে আঙুল দিয়ে বদলে যাওয়ার বার্তা দেয় !
১৬ তারিখে আসছে পুরো ট্রেলার। আপাতত জানা গিয়েছে (Lock Upp Teaser) এই শোতে জেলে যাবেন, ভীর দাস, শেহনাজ গিল, অনুষ্কা সেন। বাকিদের নাম জানা যাবে ১৬ তারিখ। দেখা যাক এই রিয়ালিটি শো সব শোয়ের বাপ হয় কিনা।