সিঙ্গাপুরের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। তাঁর এই অকাল মৃত্যুর জেরে অসম-সহ গোটা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। অবশেষে সিঙ্গাপুর থেকে জুবিনের নিথর দেহ অসমে এসে পৌঁছেছে। আর প্রিয় গায়ককে শেষবারের মতো চোখের দেখা দেখতে গুয়াহাটির রাস্তায় মানুষের ঢল। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানাচ্ছেন ভক্তরা।
আরও পড়ুন- আচমকা ভাইরাল জুবিন গর্গের মৃত্যুর আগের শেষ ভিডিও… কী এমন বলছিলেন গায়ক?
advertisement
তাঁর বাড়ির সামনে এখন জনসমুদ্র। অসমের প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের কণ্ঠে এখন একটাই গান- ‘মায়াবিনী রাতির’। ঠিক এটাই চেয়েছিলেন জুবিন। সাত বছর আগেই মঞ্চে দাঁড়িয়ে সে কথাই বলেছিলেন তিনি। ২০১৯ সালে এক অনুষ্ঠানে মায়াবিনী গান শুরুর আগে জুবিন বলেছিলেন, আমার মৃত্যুর পর এই গান গাইবে গোটা অসম!
সত্যিই আজ গোটা অসম সেই গানই ধরল। অসমের সব জায়গাতেই এখন এই গানের সুর। ভক্তরা যেন ইচ্ছাপূরণ করলেন জুবিনের! উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পেয়েছিল জুবিনের মায়াবিনী রাতির গানটি। ধাগ নামের এক অহমিয়া ছবিতে ছিল জুবিনের সেই গান। গানটি মুক্তি পাওয়া পরই হইচই ফেলে দেয়। অনেকে দাবি করেন, জুবিনের গোটা কেরিয়ারে অন্যতম সেরা গান মায়াবিনী রাতি।