TRENDING:

Bhavatharini passed away: কন্যাহারা কিংবদন্তি সুরকার! অকাল প্রয়াণ ভবতারিণীর, বিদেশেও বাঁচানো গেল না জাতীয় পুরস্কারজয়ী গায়িকাকে

Last Updated:

Bhavatharini passed away: শ্রীলঙ্কা থেকে চেন্নাইতে নিয়ে আসা হবে ভবতারিণীর মরদেহ। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ৮০ বছরের বৃদ্ধ বাবা ছাড়াও স্বামীকে একা রেখে গেলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: শোকে বিহ্বল দেশের সঙ্গীত জগৎ। অকালে চলে গেলেন গায়িকা ভবতারিণী। অন্য পরিচয়, কিংবদন্তি সুরকার ইলাইয়ারাজার মেয়ে তিনি। গতকাল, ২৫ জানুয়ারি, বিকেল ৫টা নাগাদ শ্রীলঙ্কাতে শেষ নিশ্বাস ত্যাগ ভবতারিণীর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৭ বছর।
প্রয়াত ইলাইয়ারাজার মেয়ে ভবতারিণী
প্রয়াত ইলাইয়ারাজার মেয়ে ভবতারিণী
advertisement

সূত্রের খবর, লিভার ক্যানসারে ভুগছিলেন গায়িকা। তারই চিকিৎসার করাতে শ্রীলঙ্কা পাড়ি দিয়েছিলেন। চিকৎসকদের শত চেষ্টার পরেও বাঁচানো গেল না ভবতারিণীকে। শোনা গিয়েছে, গত পাঁচ মাস ধরে আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছিলেন তিনি। কিন্তু তাতে স্বাস্থ্যে উন্নতি দেখা দেয়নি।

advertisement

আজ ২৬ জানুয়ারি, শ্রীলঙ্কা থেকে চেন্নাইতে নিয়ে আসা হবে তাঁর মরদেহ। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ৮০ বছরের বৃদ্ধ বাবা ছাড়াও স্বামীকে একা রেখে গেলেন তিনি।

৪৭ বছর বয়সে তিনি সঙ্গীত জগতে বিশেষ ছাপ রেখে গিয়েছেন। ৩০টিরও বেশি ছবিতে অসংখ্য জনপ্রিয় গানে তাঁর কণ্ঠ দিয়েছেন। তাঁর অকাল মৃত্যু গোটা বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে।

advertisement

আরও পড়ুন: ক্যানসারকে জয় একরত্তির! ৫ বছর ধরে একটানা লড়াই, ভক্তকে দেখতে এলেন বলি তারকা সলমন

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

একজন বহুমুখী শিল্পী ছিলেন ভবতারিণী। গায়িকার পাশাপাশি তিনি অভিনেত্রী এবং সুরকারও বটে। ইলাইয়ারাজার কন্যা হওয়ায়, তিনি তাঁর বাবা এবং ভাইদের সঙ্গে বিভিন্ন ছবিতে সুর দিয়েছেন। তাঁর পরিচয় কেবল ইলাইয়ারাজার কন্যা নয়। তাঁর কণ্ঠস্বর অনন্যভাবে স্বতন্ত্র ছিল। সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। যেই গানে তিনি বাবা ইলাইয়ারাজার সঙ্গে গান গেয়েছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhavatharini passed away: কন্যাহারা কিংবদন্তি সুরকার! অকাল প্রয়াণ ভবতারিণীর, বিদেশেও বাঁচানো গেল না জাতীয় পুরস্কারজয়ী গায়িকাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল