সূত্রের খবর, লিভার ক্যানসারে ভুগছিলেন গায়িকা। তারই চিকিৎসার করাতে শ্রীলঙ্কা পাড়ি দিয়েছিলেন। চিকৎসকদের শত চেষ্টার পরেও বাঁচানো গেল না ভবতারিণীকে। শোনা গিয়েছে, গত পাঁচ মাস ধরে আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছিলেন তিনি। কিন্তু তাতে স্বাস্থ্যে উন্নতি দেখা দেয়নি।
advertisement
আজ ২৬ জানুয়ারি, শ্রীলঙ্কা থেকে চেন্নাইতে নিয়ে আসা হবে তাঁর মরদেহ। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ৮০ বছরের বৃদ্ধ বাবা ছাড়াও স্বামীকে একা রেখে গেলেন তিনি।
৪৭ বছর বয়সে তিনি সঙ্গীত জগতে বিশেষ ছাপ রেখে গিয়েছেন। ৩০টিরও বেশি ছবিতে অসংখ্য জনপ্রিয় গানে তাঁর কণ্ঠ দিয়েছেন। তাঁর অকাল মৃত্যু গোটা বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে।
আরও পড়ুন: ক্যানসারকে জয় একরত্তির! ৫ বছর ধরে একটানা লড়াই, ভক্তকে দেখতে এলেন বলি তারকা সলমন
একজন বহুমুখী শিল্পী ছিলেন ভবতারিণী। গায়িকার পাশাপাশি তিনি অভিনেত্রী এবং সুরকারও বটে। ইলাইয়ারাজার কন্যা হওয়ায়, তিনি তাঁর বাবা এবং ভাইদের সঙ্গে বিভিন্ন ছবিতে সুর দিয়েছেন। তাঁর পরিচয় কেবল ইলাইয়ারাজার কন্যা নয়। তাঁর কণ্ঠস্বর অনন্যভাবে স্বতন্ত্র ছিল। সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। যেই গানে তিনি বাবা ইলাইয়ারাজার সঙ্গে গান গেয়েছিলেন।
