TRENDING:

স্মৃতির সরণিতে কিংবদন্তি সুরকার মদন মোহন . . .

Last Updated:

ভারতীয় সিনেমা তথা হিন্দি সিনেমার জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মদন মোহন কোহলি বা আমাদের সবার প্রিয় স্বর্গীয় মদন মোহনজি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতীয় সিনেমা তথা হিন্দি সিনেমার জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মদন মোহন কোহলি বা আমাদের সবার প্রিয় স্বর্গীয় মদন মোহনজি ৷ ভারতীয় সিনেমা সমৃদ্ধ হয়েছে তাঁর একের পর এক মন মাতানো সুরের জাদুতে ৷ মনের মধ্যে বেজে ওঠে রিমঝিম সুরে আজও ঝুমকা গিরা . . . , লাগ জা গলে . . ., তেরে লিয়ে হাম জিয়ে . . . ৷
advertisement

আজ থেকে বেশ কয়েক বছর আগে, আজকের এই দিনে আমরা হারিয়েছি বলিউডের এই কিংবদন্তি সুরকারকে ৷ তবে তাঁর উপস্থিতি আজও প্রতিটি মানুষের মনে একই ভাবে রয়েছে ৷ দিনের পর দিন তাঁর জনপ্রিয়তা বেড়েছে, মুগ্ধ করেছে সঙ্গীতপিপাসু মানুষকে ৷

একের পর এক গানের সুরে দশকের পর দশক মন ভরিয়েছেন শ্রোতা ও দর্শকদের ৷ তাঁর অব্যবহৃত সঙ্গীত ছেলে সঞ্জীব কোহলি ব্যবহার করেছেন ৷ প্রয়াত নির্দেশক ও প্রযোজক যশ চোপড়া ২০০৪ সালে শাহরুখ-প্রীতি জিন্টা-রানি মুখোপাধ্যায় অভিনীত বীরজারা ছবিতে স্বর্গীয় মদন মোহনের সুর ব্যবহার করেছিলেন ৷ লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, হরিহরণের গলায় কিছু অনবদ্য গানই বীরজারা-কে ২০০৫ সালে আইফা বিজয়ী করেছে ৷

advertisement

মূলত বীরজারা ছবিতেই মদন মোহনের সুর শেষবারের মত দর্শকেরা শুনতে পেয়েছেন - অ্যায়সা দেশ হ্যায় মেরা বা জানম দেখলো মিট গয়ি ইয়ে দুরিয়া, হাম তো ভাই জ্যায়সে হ্যায়, তেরে লিয়ে ইত্যাদি মন ভরিয়ে দিয়েছে আট থেকে আশি সবার ৷ এছাড়াও তাঁর সেরার তালিকায় অবশ্যই থাকবে ৷ ঝুমকা গিরা রে, লাগজা গলে, আপকি নজরো নে, তুম যো মিল গয়ে হো, ইয়ে দুনিয়া ইয়ে মহফিল মেরে কাম কি নেহি, রুকে রুকে সে কদম, নয়না বরসে রিমঝিম, খেল না মেরে দিলসে, জরা সি আহাট হতি হ্যায় প্রভৃতি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

ষাটের দশকের মেরা সায়া ছবির গান তু যাঁহা যাঁহা চলেগা মেরা সায়া সাথ হোগা ৷ তাঁর জীবনের সঙ্গে যেন সমার্থক এই গান ৷ ১৯৭৫ সালের আজকের দিনে যকৃতের সংক্রমণে তাঁর মৃত্যু হয়েছিল ৷ তিনি চলে গেলেও প্রায় একশো তিরিশ কোটি ভারতীয় মননে আজও বেঁচে আছেন তিনি ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্মৃতির সরণিতে কিংবদন্তি সুরকার মদন মোহন . . .