TRENDING:

Lata Mangeshkar Died: লড়াই শেষ, প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

Last Updated:

প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Died)। মুম্বইয়ের হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Died)। মুম্বইয়ের হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর (Lata Mangeshkar Died)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। শনিবার ফের শারীরিক অবস্থার অবনতি হয় কিংবদন্তি গায়িকার। আবার লতা মঙ্গেশকরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে এবং তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। রবিবার পাড়ি দিলেন অমৃতলোকে (Lata Mangeshkar Died)।
Lata Mangeshkar Died
Lata Mangeshkar Died
advertisement

রাতেই দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান বোন ও প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে। হাসপাতালে ঢোকার মুখে আশা বলেন, 'দিদির শারীরিক অবস্থার যাতে উন্নতি হয়, তার জন্য আপনারা প্রার্থনা করুন।' শুধু আশাই নন, গায়িকাকে দেখতে পৌঁছে যান উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমী ঠাকরে । শনিবার সকালে ৯২ বছরের গায়িকার শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়। যদিও চিকিৎসক জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা। বিভিন্ন থেরাপি চলছে তাঁর। সুরসম্রাজ্ঞীকে দেখতে গিয়েছিলেন পরিচালক মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলেরাও। গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও। কিন্তু রবিবার শেষরক্ষা হল না।

advertisement

আরও পড়ুন: প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, ভারতীয় সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি

গত ৯ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তেই ভর্তি ছিলেন গায়িকা। করোনা এবং নিউমোনিয়ার জোড়া ফলায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন সুরের রানি লতা মঙ্গেশকর। গত সপ্তাহে লতা মঙ্গেশকরের চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর প্রতীত বলেছিলেন, 'লতাজি এখনও আইসিইউতেই রয়েছেন। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করছি যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন।' ৯২ বছরের লতা মঙ্গেশকর এ মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন এবং তাঁকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার গায়িকার মুখপাত্র জানিয়েছিলেন, তিনি স্থিতিশীল রয়েছেন। শনিবারই ফের পরিস্থিতি সংকটজনক হয়। রবিবার সব শেষ।

advertisement

আরও পড়ুন: লতার অন্ধ ভক্ত অটোচালক! গায়িকাকে সুস্থ করতে তাঁর কাণ্ড চমকে দেবে

সেরা ভিডিও

আরও দেখুন
সব জায়গায় ভাইফোঁটা পালিত হলেও, বাঁকুড়ার এই গ্রামে ভাইকে ফোঁটা দেন না বোনেরা
আরও দেখুন

গত ৮ জানুয়ারি ৯২ বছর বয়সী বর্ষীয়ান গায়িকা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে আইসিইউ-তে রাখা হয়। তাঁর চিকিৎসা করছেন চিকিৎসক প্রতীত সামদানি ও তাঁর দল। কিছুদিন আগে লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের আপডেট দিতে গিয়ে চিকিৎসক বলেছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়িকা। ভেন্টিলেটর সাপোর্ট সরিয়ে দেওয়া হয়েছে। শুধু অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। কিন্তু শনিবার ফের তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়েছে। রবিবার গোটা দেশকে কাঁদিয়ে অমৃতলোকে পাড়ি দিলেন সুরের রানি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar Died: লড়াই শেষ, প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল