TRENDING:

আচমকা ভাইরাল জুবিন গর্গের মৃত্যুর আগের শেষ ভিডিও... কী এমন বলছিলেন গায়ক?

Last Updated:

ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা সেই ভিডিও দেখে চোখ ভিজেছে অনেকেরই। ভক্তদের উদ্দেশ্যে কী বলছিলেন তিনি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুক্রবার দুপুরে এক ভয়ঙ্কর দুঃসংবাদে চমকে যায় টলি ও বলিপাড়া। প্রয়াত টলিউড ও বলিউডের বহুল জনপ্রিয় অসমিয়া সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। স্কুবা ডাইভিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের পর্যবেক্ষণে ছিলেন তিনি, কিন্তু তিনি সুস্থ হননি। হাসপাতালের তরফে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবার  প্রকাশ্যে এল জুবিনের শেষ ভিডিও। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা সেই ভিডিও দেখে চোখ ভিজেছে অনেকেরই। ভক্তদের উদ্দেশ্যে কী বলছিলেন তিনি?
News18
News18
advertisement

সূত্রের খবর, জুবিন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। যেখানে আজ তাঁর সঙ্গীত পরিবেশনা করার কথা ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তরা মর্মাহত। ইয়া আলি, দিল তু হি বাতার মতো গানগুলি আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। বোঝে না সে বোঝে না, পরান যায় জ্বলিয়া রে, খোকা ৪২০-এর মতো হিট বাংলা ছবির অনেক গান তাঁর গাওয়া।

advertisement

১৮ নভেম্বর, ১৯৭২ সালে জোড়হাটে জন্মগ্রহণ করেন জুবিন গর্গ। তাঁর পিতৃদত্ত নাম ছিল জীবন বরঠাকুর। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ দিয়ে খ্যাতি অর্জন করেন ৷ তারপর উপহার দিতে থাকেন একের পর এক হিট গান ৷ অসমিয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ৪০,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আচমকা ভাইরাল জুবিন গর্গের মৃত্যুর আগের শেষ ভিডিও... কী এমন বলছিলেন গায়ক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল