৫ দিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন বৈশালী। এই মজার ভিডিওটিতে তাকে গাইতে দেখা গিয়েছে, 'দিল জিগার নজর কেয়া হ্যায়, ম্যায় তো তেরে লিয়ে জান ভি দে দু'।
আরও পড়ুন সিরিয়ালের জনপ্রিয় মুখ বৈশালীর ঝুলন্ত দেহ উদ্ধার বন্ধ ঘর থেকে!
ইনস্টাগ্রামে বৈশালীর এই মজার ভিডিওটি দেখে তার পরিচিত এবং ভক্তরা খুব হেসেছিলেন। কিন্তু কেউ বুঝতেই পারেননি বৈশালী মনে কষ্ট নিয়েও সবাইকে এভাবে হাসিয়েছেন৷ যদিও এই ভিডিওতে বৈশালীকে মৃত্যুর কথা উল্লেখ করতে দেখা গিয়েছে৷ এমন পরিস্থিতিতে বৈশালী অনেক আগেই জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে এটাও বলা হচ্ছে যে তিনি প্রেমে প্রতারিত হন এবং সে কারণেই তিনি এই মজার মোড়কে দুঃখের কথাই ভিডিওতে তুলে ধরেছিলেন৷
advertisement
বৈশালী গত বছর থেকে ইন্দৌরে ছিলেন এবং এখন তার দেহ রবিবার তার বাড়ি থেকে পাওয়া যায়। পুলিশ তার মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও পেয়েছে, যা তদন্ত করা হচ্ছে। তার মৃত্যুর খবরে শোকাহত গোটা টিভি ইন্ডাস্ট্রি।