TRENDING:

Laal Singh Chaddha : সেনার বিরুদ্ধে যা দেখিয়েছে মোটেই ভাল নয়! লাল সিং চাড্ডা দেখে চটলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন

Last Updated:

Laal Singh Chaddha : প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া এই ছবি সম্পর্কে মতামত প্রকাশ করলেন। তবে এই ছবি দেখে মোটেই খুশি নন মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আমির খান অভিনীত লাল সিং চাড্ডা বার বার খবরের শিরোনামে উঠে আসছে। বলিউড থেকে অনেকেই এই ছবি সম্পর্কে নানা রকম মতামত প্রকাশ করেছেন। এবার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া এই ছবি সম্পর্কে মতামত প্রকাশ করলেন। তবে এই ছবি দেখে মোটেই খুশি নন মীরা। অসন্তোষ প্রকাশ করলেন অভিনেত্রী।
লাল সিং চাড্ডা দেখে চটলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন
লাল সিং চাড্ডা দেখে চটলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন
advertisement

যদিও এই ছবিতে প্রত্যেকের অভিনয়ই পছন্দ হয়েছে মীরার। কিন্তু ছবিটি মোটেই ভাল লাগেনি তাঁর। বিশেষ করে ছবিতে যেভাবে সেনাবাহিনিকে দেখানো হয়েছে তারও সমালোচনা করেছেন মীরা।

আরও পড়ুন-সঙ্কটমুক্ত রাজু! কমেডিয়ানের 'ব্রেন ডেড' হওয়ার সংবাদের পর সুখবর দিলেন শেখর সুমন

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মীরা বলছেন, "লাল সিং চাড্ডা এমন একটি ছবির রিমেক যেটি ২৮ বছর আগে মুক্তি পেয়েছিল। ছবির পিছনে কী যুক্তি থাকতে পারে, তা নিয়ে তখন মানুষ কোনও প্রশ্ন তোলেনি। কিন্তু কেন চার বছর ধরে আমির অভিনীত চরিত্রটি দৌড়ে বেড়াল তা বোঝা গেল না।"

advertisement

মীরা আরও বলছেন, "আমি একজন সত্যিকারের দেশপ্রেমী। সেনার বিরুদ্ধে যা দেখিয়েছে ওরা মোটেই তা ভাল নয়।" ছবির আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন মীরা। তাঁর কথায়, "একজন জঙ্গিকে উদ্ধার করার পরেও লাল নির্বিকারে ঘুরে বেড়াচ্ছে। আর তার পরে আমাদের সরকারের দিকেই প্রশ্ন তোলা হচ্ছে। আমি বুঝি ছবিকে সৃজনশীল বানাতে অনেকটা দায়িত্ব থাকে। কিন্তু আপনি এমন জিনিস দেখাচ্ছেন যেটা মৌলিক ভাবে ভুল। এই প্রেক্ষিতে আমার লাল সিং চাড্ডা নিয়ে সমস্যা আছে।"

advertisement

প্রসঙ্গত, সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা তেলুগু, তামিল ও হিন্দি ছবিতে কাজ করেছেন। বিক্রম ভাটের ছবি '১৯২০ লন্ডন'-এ অভিনয় করেছেন মীরা। তাঁর বিপরীতে ছিলেন শরমন যোশি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Laal Singh Chaddha : সেনার বিরুদ্ধে যা দেখিয়েছে মোটেই ভাল নয়! লাল সিং চাড্ডা দেখে চটলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল