ছবির শ্যুটিং শেষের আনন্দ পর্বের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কৃতী৷ সেখানে একটি মোনোক্রোম ছবিতে কার্তিক ও পরিচালক রোহিত ধওয়নের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রীকে৷ তবে নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রে আর একটি ছবি৷ যেখানে দেখা যাচ্ছে মনীষা কৈরালা কেক খাওয়ানোর চেষ্টা করছেন কার্তিককে৷ তবে কার্তিকের বিশেষ ইচ্ছে নেই আর কেক খাওয়ার৷ অন্তত ছবি দেখে সেটাই মনে হচ্ছে৷ হতে পারে হয়তো রসিকতার মুডে রয়েছেন অভিনেতা৷
advertisement
আরও পড়ুন : 'নাটু নাটু'-র জয়ে আপ্লুত দেবজ্যোতি, বিক্রমরা! 'ভারত গর্বিত', বলছেন শিল্পীরা
ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন অবশেষে শেষ হল শেহজাদা ছবির শ্যুটিং৷ একসঙ্গে শ্যুটিং করার অপূর্ব যাত্রাপথ শেষ হল বলে তাঁদের মন খারাপ ৷ আবার ছবিটি করতে পেরেছেন বলে আনন্দও হচ্ছে৷ এই ছবির একটি ভিডিও ভার্সনও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী৷ ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রোহিতকেও৷
ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রনিত রায়৷ তিনিও শ্যুটিঙের শেষ পর্বের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন৷ অল্লু অর্জুন, পূজা হেগড়ে অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’ মুক্তি পেয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাসে৷ তার হিন্দি সংস্করণ ‘শেহজাদা’ মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি৷