TRENDING:

Koneenica Banerjee: কিছু সম্পর্ক জীবন থেকে হঠা‍ৎ গায়েব হয়ে গেল! কার উদ্দেশ্যে এমন মন্তব্য কণীনিকার

Last Updated:

Koneenica Banerjee: অয়ন চক্রবর্তী পরিচালিত সিরিজ 'নিখোঁজ'-এ দেখা যাবে কণীনিকাকে। আপাতত সেই সিরিজের কাজেই ব্যস্ত অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইন্ডাস্ট্রিতে দু’দশক পার। দীর্ঘ এই সময়ে নানা ওঠাপড়া দেখেছেন পেশাগত ক্ষেত্রে। অভিনেত্রী হিসেবে তিনি আজ কতটা সফল, তা আর নতুন করে বলে দিতে হয় না। কিন্তু ব্যক্তিগত জীবনেও কম টানাপড়েন আসেনি। সম্প্রতি সে বিষয়েই কথা বললেন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়।
advertisement

অয়ন চক্রবর্তী পরিচালিত সিরিজ ‘নিখোঁজ’-এ দেখা যাবে কণীনিকাকে। আপাতত সেই সিরিজের কাজেই ব্যস্ত অভিনেত্রী। এই থ্রিলারে টোটা রায়চৌধুরীর স্ত্রীর ভূমিকায় কণীনিকা। তাঁর চরিত্রের নাম গার্গী। রোদে পুড়ে দক্ষিণ কলকাতার রাস্তায় ছোটাছুটি করে দিব্যি শ্যুট করছেন অভিনেত্রী।

নাম,যশ, খ্যাতি, অভিনয়ের দৌলতে সবই পেয়েছেন কণীনিকা। তবু এমন কোনও জিনিস আছে কি, যা তাঁর জীবন থেকে ‘নিখোঁজ’?

advertisement

আরও পড়ুন-বিভাজিকায় কাটাকুটি, রেড হট বোল্ড লুকে আগুনে কন্যা মালাইকা, ভিডিওতে তোলপাড় নেটপাড়া

আরও পড়ুন-সত্যিই কি সবটা শেষ! হৃদয় ভেঙে চুরমার, শুভমন নয় বরং সারার মনে রয়েছে অন্য কেউ, হতাশ ফ্যানেরা

নিউজ১৮ বাংলাকে কণীনিকা বলেন, “আমার কিছু সম্পর্ক আছে যেগুলো জীবন থেকে হঠা‍ৎ করে ভ্যানিশ হয়ে গিয়েছে। সেই সম্পর্কগুলো কেন নিখোঁজ হয়েছে, আমার জানা নেই। সেগুলো নিয়ে ভাবি না বললে মিথ্যা বলা হবে। কিন্তু সেই সম্পর্কগুলো থাকল না। আমার মনে হয়, যখন যেটা চলে যাওয়ার, সেটা চলে গেলেই জীবনের গল্প এগিয়ে যায়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কাজের পাশাপাশি মেয়ে কিয়াকে নিয়ে অনেকটা সময় কাটে কণীনিকার। মাকে ঘিরেই আবর্তিত একরত্তির পৃথিবী। মেয়ের জন্য সেই পৃথিবীকেই আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছেন অভিনেত্রী।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Koneenica Banerjee: কিছু সম্পর্ক জীবন থেকে হঠা‍ৎ গায়েব হয়ে গেল! কার উদ্দেশ্যে এমন মন্তব্য কণীনিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল