TRENDING:

AR Rahman: নতুন বছরের শুরুতেই শহরে রহমন ম্যাজিক! দীর্ঘ বিরতির পর সিটি অফ জয়-এ পাঁচ ঘণ্টার মেগা কনসার্ট

Last Updated:

AR Rahman: ১৩ বছর বাদে কলকাতায় এ আর রহমনের কনসার্ট। নতুন বছরে শুরুতেই সিটি অফ জয়কে সুরের মূর্ছনায় ভাসাবেন রহমন। সূত্রের খবর, আগামী ১১ জানুয়ারি কলকাতায় কনসার্ট করবেন এ আর রহমন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ১৩ বছর বাদে কলকাতায় এ আর রহমনের কনসার্ট। নতুন বছরে শুরুতেই সিটি অফ জয়কে সুরের মূর্ছনায় ভাসাবেন রহমন। সূত্রের খবর, আগামী ১১ জানুয়ারি কলকাতায় কনসার্ট করবেন এ আর রহমন। পাঁচ ঘণ্টার অনুষ্ঠান। যদিও কনসার্টের ভেন্যু এখনও ফাঁস করেননি উদ্যোক্তারা।
এ আর রহমন
এ আর রহমন
advertisement

আরও পড়ুনঃ চুল পড়া, রুক্ষতা ও খুশকি—ডিম ও দইয়ের মধ্যে কোনটি সেরা সমাধান?

শেষবার ২০১২ সালে কলকাতায় কনসার্ট করেছিলেন এআর রহমান। তার বছর তিনেক বাদে কিংবদন্তি ফুটবলার পেলের এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। এবার ফের একবার রহমন ম্যাজিকের সাক্ষী থাকবে কলকাতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সারা বছর ব্যাপক চাহিদা! জাপান খ্যাত সুশি ম্যাট তৈরি হচ্ছে মালদহে, হচ্ছে অঢেল লাভ
আরও দেখুন

প্রতিবছর শীতের মরশুমে কলকাতায় কনসার্ট করতে আসেন শিল্পীরা। চব্বিশ সালেও বেশ কিছু হাইভোল্টেজ কনসার্টের সাক্ষী থেকেছেন শহরবাসী। সেই তালিকায় যেমন বিশ্বখ্যাত ব্রায়ান অ্যাডামস রয়েছেন, তেমনই দিলজিৎ দোসাঞ্ঝ, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, সোনু নিগমরাও গতবছর কলকাতায় কনসার্ট করেছেন। এবার সেই তালিকায় যোগ দেবেন এ আর রহমন। সুদীর্ঘ কর্মজীবনে দক্ষিণী ছবি থেকে হিন্দি ছবির সঙ্গে কাজ করেছেন হলিউডের ছবিতেও। অসংখ্য হিট গান রয়েছে তাঁর ঝুলিতে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
AR Rahman: নতুন বছরের শুরুতেই শহরে রহমন ম্যাজিক! দীর্ঘ বিরতির পর সিটি অফ জয়-এ পাঁচ ঘণ্টার মেগা কনসার্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল