এই শোতে রণবীর সিং ও আলিয়া আসার কারণ করণের পরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'! নিজের শো থেকেই মজার ছলে শুরু হল প্রোমোশন। তবে এবার এই শোতে র্যাপিড ফায়ারে উঠে এল নানা মজার তথ্য। যদিও এই শোতেই করণ জোহর বলেন বলিউডের অনেকের প্রেমটাই হত না যদি না তাঁর এই শো থাকত! যেমন ভি-ক্যাট ও রণবীর আলিয়া! তবে এ কথা কিছুটা হলেও সত্যি। কিন্তু প্রশ্ন হল 'কফি উইথ করণ' শো তো করছেন নিজে কতটা কফি খান করণ জোহর?
advertisement
র্যাপিড ফায়ার রাউন্ডে করণকে এই প্রশ্ন করা হয়। আপনি শো তো করছেন? কিন্তু কফি খান কী? প্রশ্ন শুনে কিছুক্ষণ ফের চুপ করে গিয়ে হাসতে থাকেন তিনি। বলেন, 'সত্যি বলতে আমি কফি খুব একটা খাই না। চাই বেশি খাই। তবে কোল্ড কফি উইথ চকোলেট মাঝে মধ্যে খাই।" তখন ফের তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে শোয়ের নাম এমন কেন? করণ জানান, "এই শোয়ের মানে হল নিপাট আড্ডা! সেলেবদের জীবনের মজার তথ্য নিয়ে নানা কথা। যা বলতে গেলে অনেকটা চিট-চাট শোয়ের মতো। তাই আমার মনে হয় এই শো স্ট্রেস কমাতেও সাহায্য করে। সেই জন্য এই নামটাই ঠিক আছে। আড্ডা বা বৈঠকের নাম তো এমনটাই হওয়া উচিত!"