TRENDING:

মহিলাদের গোপন জীবন এবার প্রকাশ্যে! ওটিটি-র মোড়কে আদতে ধরা দিল কার জীবনের কথা?

Last Updated:

এবার KLIKK-এ আসছে আরও একটি অভিনব সিরিজ। গল্পের নয়, বরং কাঠামোয় রয়েছে চমক। এটিই হতে চলেছে প্রথম ‘মিনি সিরিজ’— কালো সাদা আবছা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্যুরিয়ারে আসা একটি গল্পের বই। একই সঙ্গে তিনজনের বাড়িতে। সঙ্গে লেখকের তরফ থেকে পাঠানো চিরকুট। গল্প ভাল লাগলে যোগাযোগ করার জন্য ঠিকানা লেখা সেখানে।
মহিলাদের গোপন জীবন এবার প্রকাশ্যে! ওটিটি-র মোড়কে আদতে ধরা দিল কার জীবনের কথা?
মহিলাদের গোপন জীবন এবার প্রকাশ্যে! ওটিটি-র মোড়কে আদতে ধরা দিল কার জীবনের কথা?
advertisement

বেশ খানিকটা চেনা ছকের একটি রহস্য রোমাঞ্চের উপস্থাপনা আবারও হতে চলেছে ওটিটি প্লাটফর্মে। এবার KLIKK-এ আসছে আরও একটি অভিনব সিরিজ। গল্পের নয়, বরং কাঠামোয় রয়েছে চমক। এটিই হতে চলেছে প্রথম ‘মিনি সিরিজ’— কালো সাদা আবছা।

গল্পের কেন্দ্রীয় চরিত্র তিনটি রক্তিম, সোহিনী, এবং অঙ্কিতা। তিনজনের বাড়িতে প্রায় একই সময় ‘কালো সাদা আবছা’ নামের একটা গল্পের বই এসে পৌঁছয়। লেখক দেবমাল্য সেনগুপ্ত। বইয়ের ভিতরে থাকা চিরকুটে তিনিই লিখে পাঠিয়েছেন বই পড়ে ভাল লাগলে যোগাযোগ করার কথা, সঙ্গে ঠিকানা।

advertisement

আরও পড়ুন- ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’ বললেন ফাইনালের সেরা বাংলার তিতাস সাধু

এমন উপহারে তাজ্জব রক্তিম, সোহিনী, অঙ্কিতা পড়েও ফেলে বইখানা। আর সেখানেই চমকে ওঠার পালা। বইয়ের গল্পের সঙ্গে দারুণ ভাবে মিলে যায় ওই তিনজনের জীবনের সত্য। তিনটি গল্প আলাদা আলাদা— আর তাই এক এক করে ফুটে ওঠে পর্দায়।

advertisement

এর পরেই রহস্যের শুরু। কে এই দেবমাল্য? রহস্যের উদঘাটনে লিখিত ঠিকানায় পৌঁছে যায় তিনজন। ঘটনাচক্রে তিনজনে একই সময় উপস্থিত হয় ওই বাড়িতে। সেখানেই তারা পরিচিত হয় পরস্পরের সঙ্গে। আর মুখোমুখি হয় সমরেশ লাহিড়ির। রহস্যময় বাড়িতে শুরু হয় আরও এক আলো-আঁধারির খেলা।

advertisement

কে সমরেশ ? দেবমাল্য কোথায় ? কী ভাবে সে জানল এই তিনজনের জীবনের কথা! অম্লান মজুমদারের কাহিনি ঘিরে জমে উঠতে চলেছে রহস্য। চিত্রনাট্য এবং সংলাপও অম্লানের। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে অনির। সঙ্গীত দীপাংশু লোধ। স্কাইপ্যান কমিউনিকেশনের প্রযোজনায় সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়ের পরিচালনায় অল্প সময়ের এই মিনি সিরিজ আগামী মাসেই KLIKK-এ মুক্তি পেতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার, সুমেধা দত্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সৌমেন দত্ত, ঋষাণ, রিয়া, আসিস সেন চৌধুরি, ঐশিন মজুমদার, স্বাগতম এবং প্রদীপ মিত্র।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মহিলাদের গোপন জীবন এবার প্রকাশ্যে! ওটিটি-র মোড়কে আদতে ধরা দিল কার জীবনের কথা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল