সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ২ বছর ধরে একসঙ্গে ছিলেন এই তারকা জুটি। হামেশাই ইনস্টাগ্রামের পাতায় ধরা পড়তেন প্রাণোচ্ছল ভঙ্গিতে। তবে সেই সুখের ঘরেই যেন তাল কেটেছে। শোনা যাচ্ছে, একে অপরের থেকে দূরেই থাকতে চান তাঁরা। আর সেই কারণেই সম্প্রতি অনন্যা পাণ্ডের তুতো বোন আলান্যা পাণ্ডের বিয়েতে একাই দেখা গিয়েছিল কিমকে। এমনটাই জল্পনা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- প্রথম সপ্তাহেই ভাঙল সব রেকর্ড! জিও সিনেমায় আইপিএল ২০২৩-এর ভিডিও ভিউ ১৪৭ কোটিরও বেশি
২০২১ সালে কিমের প্রতি ভালবাসা প্রকাশ করে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন লিয়েন্ডার পেজ। এর পর নানা আনন্দঘন মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন এই জুটি। এমনকী ২০২২ সালে ইনস্টাগ্রামে ডেটিং অ্যানাভার্সারি উপলক্ষেও পোস্ট করতে দেখা যায় লিয়েন্ডারকে। এমনকী, ঘনিষ্ঠ সূত্রে এ-ও জানা গিয়েছিল যে, চলতি বছরেই বিয়েরও পরিকল্পনা করছেন লিয়েন্ডার-কিম। অথচ সাম্প্রতিক সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই মুহূর্তে দু’জনের মধ্যে সব কিছু ঠিক নেই। কিন্তু কেন।
আরও পড়ুন- আইপিএলে এবার আরও ধামাকা, জিও সিনেমার নতুন ফিচার জমিয়ে দেবে খেলা মাঠের বাইরেও
আসলে বি-টাউনের প্রতিটি অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলে একে অপরের সঙ্গেই সাধারণত যেতেন তাঁরা। কিন্তু সম্প্রতি আলানা পাণ্ডের বিয়েতে কিমকে একাই দেখা গিয়েছিল। এখানেই শেষ নয়, আবার গত ২৮ মার্চ ছিল কিম-লিয়েন্ডারের ডেটিং অ্যানিভার্সারি। অথচ দু’জনের তরফে কোনও শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়নি। ফলে দুইয়ে দুইয়ে চার করতে আর বেগ পেতে হয়নি। অনেকেই দাবি করছেন যে, এই তারকা জুটির সম্পর্কে ফাটল ধরেছে। ঘনিষ্ঠদের মতে, দু’জনের মধ্যে কমিটমেন্ট সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে।
লিয়েন্ডারের আগে অবশ্য অভিনেত্রী ডেট করেছেন অভিনেতা হর্ষবর্ধন রানেকে। আবার লিয়েন্ডার এর আগে বিয়ে করেছিলেন রিয়া পিল্লাইয়ের সঙ্গে। রিয়া আর লিয়েন্ডারের এক কন্যাও রয়েছে। তবে বিয়ের কয়েক বছরের মধ্যেই লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। এর পর ২০১৪ সালে তাঁদের পথ আলাদা হয়ে যায়।