কেনিয়ার শিল্পপতি আলি পুঞ্জানির সঙ্গে বিয়ে করে কিম ৷ বিটাউনের খবর অনুযায়ী, শিল্পপতি স্বামী হঠাৎই কিমকে ছেড়ে দেওয়ার মনস্থির করে ৷ তারপর নিজের ব্যবসার সিইও পদ থেকেও সরিয়ে দেন কিমকে ৷ পুরো দেউলিয়া হয়েই মুম্বই ফিরে আসেন কিম ৷
শোনা গিয়েছে, অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েই কিমকে ছাড়লেন তাঁর শিল্পপতি স্বামী ৷ শোনা যাচ্ছে, মুম্বই এসে নতুন করে কিছু একটা করার কথা ভাবছেন এক সময়ের নায়িকা ৷ এমনকী, মুম্বইয়ের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অর্জুন খান্নার সঙ্গেও ঘুরতে দেখা যাচ্ছে কিমকে ৷
advertisement
Location :
First Published :
April 11, 2017 3:03 PM IST