আরও পড়ুন ক্যাকটাসের জন্মদিনে প্রকাশিত নতুন গানে সিধু-পটা আবার একসঙ্গে
দেবজিৎ রায়ের সুরে গানটি গেয়েছেন স্মার্ত৷ শুরু থেকেই এই গানটির জন্য স্মার্তকেই বেছে নিয়েছিলেন সুরকার দেবজিৎ (Devjit Roy)৷ গানটি লিখেছেন সৈকত কুন্ডু৷ এই গানটির মধ্যে দিয়ে পুরনো দিনের মেলডিকে ধরতে চেয়েছিলেন সঙ্গীত পরিচালক৷ 'অনেকেই তো বলেন যে এখন যে গান হয়, তার মধ্যে মাধুর্যের অভাব থাকে৷' বলছেন স্মার্ত৷ 'তাই এমনভাবে সুর দেওয়া হয়েছে, যা মন ছুঁয়ে যায়, একবার শুনলেই৷ এবং তারপর আপনা আপনিই গুনগুন করবেন শ্রোতারা৷ প্রথমদিন থেকে এমন সাড়াও পেয়েছি৷' উচ্ছ্বাস ধরা পড়েছে স্মার্তর গলায়৷
advertisement
তবে শুধু গানের সুরের দিকটাই যে সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হয়েছে, তা নয়৷ সমানভাবে খুবই বেছে এবং যত্নে তৈরি হয়েছে গানের ভিডিওটি৷ একেবারে ঝাঁ চকচকে ভিডিও অ্যালবাম তৈরি করেছেন সুচন্দ্রা ভানিয়া (Suchandra Vaaniya) ও চন্দ্রোদয় পাল (Chandradoy Pal)৷ এবং অবশ্যই এই ভিডিও-তে ফুটে উঠেছে প্রেমের এক গল্প৷ প্রেমে ভাঙন এবং তারপর আবার ফিরে আসা, চিরাচরিত গল্পের উপর ভরসা রেখেছেন জাস্ট স্টুডিওর সুচন্দ্রা৷ ৮ দিন ধরে চলেছে মিউজিক ভিডিও শ্যুট৷
এর আগে বেশ কিছু নিজের গানে স্মার্তকেই দেখা গিয়েছে অভিনয় করতে৷ এখানে ব্যাতিক্রম হল কেন? কিছুটা হেসে শিল্পী জানালেন, 'আমি তো অনেকবার ক্যামেরার সামনে এসেছি৷ এবার অন্যরকম চাইছিলাম৷ আর আমায় তো দেখা গিয়েছে এই মিউজিক অ্যালবামে এবং একদম আমার ভূমিকায়, গান গাইতে৷' আসলে এই মিউজিক ভিডিওটি খুব আধুনিক ভাবে তৈরি করেছেন সুচন্দ্রা৷ গানের সঙ্গে বেঁধেছেন সুন্দর প্রেমের গল্প৷ মানব ও পায়েল মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে কিছু কিছু কথায়৷
জাস্ট স্টুডিওর হয়ে সুচন্দ্রা খুবই উন্নতমানের কাজ করছেন এবং আগামিদিনে আরও কিছু ভাল প্রোজেক্ট দর্শকদের উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর৷
