আরও পড়ুন: ‘জুতো পরে দুর্গামণ্ডপে কেন!’ সপ্তমীতে রানির ভিডিও ভাইরাল, বাঙালিনীর উপর চটল নেটপাড়া
সপ্তমীর সেই ভিডিওতে দেখা গেল, বেঞ্চ পেতে দেওয়া হয়েছে মণ্ডপে। সেখানেই ভিড়ের মধ্যে বসে ভোগ খেলেন বলি নায়িকারা। কিয়ারা আর রানি পাশাপাশি বসে খিচুড়ি-লাবড়া-চাটনি খেতে খেতে গল্প করলেন। বাঙালি ভোগ খাওয়া দেখেই বোঝা যাচ্ছে বেশ সুস্বাদু হয়েছে ভোগ।
advertisement
সপ্তমীতে রানির সাজে মুগ্ধ ভক্তরা। সোনালি হাতাকাটা ব্লাউজের সঙ্গে সোনালি পাড় দেওয়া সোনালি শাড়িতে সেজেছেন মুম্বইয়ের বাঙালিনী। হাতে শাখা-পলা। গলায় রংবেরঙের পুঁথি দিয়ে তৈরি হার। কপালে সাদা টিপ, মাথায় আলগা খোঁপা। বাঙালি শাড়িতে ঝলমলে পর্দার ‘মিসেস চ্যাটার্জি’।
অন্যদিকে কিয়ারার পরনে ছিল হালকা সবুজ রঙের একটি কুর্তা ও চোস্ত পা। চুল খুলে রেখেছিলেন নায়িকা, কপালে ছোট্ট টিপ। নববধূ মহা আনন্দে এক ঘর বাঙালির সঙ্গে সপ্তমীর সন্ধ্যা কাটিয়ে গেলেন প্যান্ডেল থেকে।