গত ২২ ডিসেম্বর ছিল অভিনেতার একমাত্র মেয়ে মৈথিলির জন্মদিন। মেয়ের জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কৌশিক (Koushik Roy)। মেয়ের সঙ্গে দুটো ছবি শেয়ার করেছেন কৌশিক, ক্যাপশনে লিখেছেন, 'জন্মদিন বলে কথা'! একটি ছবি কোনও পাহাড়ি লোকেশনে... বেজ রঙা টুপি আর সোয়েটার পরে বাবার কোলে মৈথিলি, অন্য ছবিটা দোলের দিনের! কৌশিকের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির অনেকেই! পাশাপাশি অনেক অনুরাগীই অবাক হয়েছেন তিনি বিবাহিত জেনে।
advertisement
সম্প্রতি স্টার জলসার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো'র একটি প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, বড়দিনের আগের রাতে বাড়ির অন্য সদস্যদের ঘরে ঢুকে উপহার রেখে আসছে গুনগুন, পরণে সান্তা ক্লজের পোশাক । পটকা, জেঠাই, পুটু পিসি তো বটেও, উপহার ছিল বাবিনের জন্যও। কিন্তু, ঘরে ঢুকে বাবিনকে দেখতে পেল না গুনগুন, উলটে দেখল বাবিন তার জন্যই খাটের উপর একটা উপহার রেখে গিয়েছে। কী সেই উপহার? একটা ছোট্ট পুতুল, সঙ্গে একটা চিরকুট। তাতে লেখা 'লিটল গুনগুন'। গুনগুনের ক্রেজি কী বলতে চেয়েছে? সরল গুনগুন বুঝতে না পারলেও দর্শক বুঝে গিয়েছে সৌজন্যর ইঙ্গিত। মা হতে চলেছেন গুনগুন।
আরও পড়ুন: ২০২২-এ নানা স্বাদের বলিউড ছবি আপনার অপেক্ষায়, দেখুন তালিকা
কিছুদিন আগেই সিরিয়ালে দেখা গিয়েছে পাহাড়ে গুনগুন আর তার 'ক্রেজি'র গরমাগরম রোম্যান্স! দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছে গুনগুন-সৌজন্যর পরিবার। জ্যাঠাই, পটকা, মিষ্টি সবাইকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছে গুনগুন। মাসখানেক ধরে তিন্নিকে নিয়ে চলা অশান্তিতে সাময়িক বিরতি পড়ে দার্জিলিং চায়ের মতো জমে উঠেছিল 'খড়কুটো'র দার্জিলিং স্পেশ্যাল এপিসোড। পাহাড়ি রাস্তায় বউকে আদর করার কোনও সুযোগই ছাড়েনি সৌজন্য।