TRENDING:

মা ফের গর্ভবতী, তারকা কন্যা আর্যা সোশ্যাল মিডিয়ায় জানাল খবর! ভিডিও ভাইরাল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বাড়িতে আসছে তার খেলার সঙ্গী৷ মা প্রেগন্যান্ট, বাড়ির সবাই তৈরি হচ্ছে খুদে সদস্যের জন্য৷ ৬ মাসের মেয়ে আর্যাকে দিয়ে এই ঘোষণা করলেন তারকা যশ ও তাঁর স্ত্রী৷ দক্ষিণী স্টার যিনি সম্প্রতি KGF ছবির জন্য ভীষণ জনপ্রিয়, সেই যশই ঘটানলেন এমন ঘটনা৷ দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন তিনি ও স্ত্রী রাধিকা৷ তাঁরই অভিনব ঘোষণা হল ইনস্টাগ্রামে৷
advertisement

৬ মাসের মেয়ে রয়েছে যশ ও রাধিকার৷ এর মধ্যেই আবার গুড নিউজ শোনালেন তাঁরা৷ এই খবর সকলকে জানিয়েছেন তাঁদের মেয়ে আর্যা৷ সেখানে পুচকের বক্তব্য শুনলে হেসে গড়াগড়ি খাবেন৷ সে বলছে যে তার বাবা সব কাজেই বেশ ফাস্ট! অর্থাৎ বাবার কাজের গতি জোরদার৷ তাই তো তার জন্মের ছ’মাসের মধ্যেই আবার তার বাবা-মা তৈরি হয়েছেন আরও এক সন্তানের জন্য৷ তাই আর্যা বেশ খুশি৷ ছোটকুকে স্বাগত জানতে সে তৈরি৷ Swag-এর সঙ্গে স্বাগত জানতে হবে বলেই জানিয়েছে ছোট আর্যা৷ নিজেও চোখে কালো চশমা পরে দুরন্ত স্টাইলে এই খবর সকলকে জানিয়েছে সে৷

advertisement

আরও পড়ুন বোল্ড রাইমা! মুচকি হেসে মাথা নিচু করলেন নায়িকা, সুইম স্যুটে দেখা দিল শরীরী খাঁজ...

Photo Courtesy: Instagram

ছোট মেয়েকে দিয়ে তারকা দম্পতির এই খুশির খবর সামনে আনা নিঃসন্দেহে দারুণ৷ এর ফলে ৬ মাসের আর্যাও সকলের কাছে জনপ্রিয়তা পাচ্ছে৷ সঙ্গে ছোট সদস্যকে স্বাগত জানানোর মধ্যে যে নতুনত্ব যোগ করলেন যশ-রাধিকা, তাও নজর কাড়ছে৷ সাধারণত তারকাদের অনুসরণ করে অনেকেই এখন বেবি বাম্প বা প্রেগন্যান্সির খবর সকলকে জানান৷ এর ফলে বাজারে এল আরও এক নতুন উপায় সন্তানের জন্ম ঘোষণার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
মা ফের গর্ভবতী, তারকা কন্যা আর্যা সোশ্যাল মিডিয়ায় জানাল খবর! ভিডিও ভাইরাল