সুশীল কুমার৷ ২০১১-এ কৌন বনেগা করোরপতিতে ৫ কোটি টাকা জেতেন৷ গত বছর তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন যে, বিপুল পরিমাণ অর্থ জয় আমার জীবনে নিয়ে এসেছিল খারাপ সময়৷ একের পর এক ব্যবসায়ে আমি ব্যর্থ হতাম, মদের নেশা ধরল এবং স্ত্রীর সঙ্গে সম্পর্কও খারাপ হতে শুরু করল৷
তিনি আরও জানিয়েছেন যে কেবিসি জয় তাঁর জীবনের সবথেকে খারাপ সময়৷ ২০১৫ থেকে ২০১৬ জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল৷ তিনি বুঝতেই পারছিলেন না কী করবেন৷ এই জয়ের পর রাতারাতি তিনি স্টারের তকমা পেয়ে যান৷ ফলে মাসের মধ্যে ১৫ দিন তাঁকে যেতে হত কোনও না কোনও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখিও হতে হত তাঁকে৷ তাঁদের কাছে কিছু বলার জন্য তিনি বিভিন্ন ব্যবসায় টাকা খাটাতেন৷ অর্থাৎ তিনি কোনও ব্যবসার সঙ্গে যুক্ত তা তিনি জানাতেন সকলকে৷
advertisement
কিন্তু কোনও ব্যবসা যখন চলল না, তখন চরম হতাশায় ভুগতে শুরু করলেন তিনি৷ মদের নেশা ধরল তাঁকে৷ স্ত্রীর সঙ্গে নিয়মিত ঝগড়া শুরু হয় তখন থেকেই৷ তিনি স্থির করেন মুম্বইতে গিয়ে ছবি তৈরি করবেন৷ সেই মতো মুম্বইতে এসেও গেলেন৷ কিন্তু তাঁকে বলা হয় যে সিনেমা দিয়ে নয়, টিভির কাজ দিয়ে নির্দেশনা শুরু করতে হয়৷ এরপর ধীরে ধীরে যখন পকেটে টান পড়তে শুরু করে, তখন বাস্তব জ্ঞান হয় সুশীলের৷ তিনি বুঝতে পারেন যে ফিল্মের কাজ তাঁর দ্বারা হবে না৷ তিনি শিক্ষকতার দিকে ঝোঁকেন৷ সুশীলের কথায়, জনপ্রিয় বা পরিচিত মুখ হওয়ার থেকে ভাল মানুষ হওয়া বেশি জরুরি৷ এরপর থেকেই আবার তাঁর জীবনে পরিবর্তন আসে৷ সুশীল এখন প্রতিষ্ঠিত শিক্ষক৷ ২০১৬-এ তিনি মদের নেশা ছেড়েছেন এবং ছেড়েছেন ধূমপানও৷