উৎসবের সাজ হিসেবে অভিনেত্রীর পরনে ছিল একটি দুর্ধর্ষ এম্বেলিশড কমলা রঙা শাড়ি। যা ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনার তরুণ তাহিলিয়ানি। আর ভিকি-ঘরণীর ছিমছাম অথচ নজরকাড়া সাজে মুগ্ধ হয়েছে ভক্তরাও।
আরও পড়ুন: মহাষ্টমী-মহানবমীতেই অতি দুর্লভ যোগ! মা দুর্গার কৃপায় ধন দৌলতে ভরবে ঘর, ৪ রাশির শুভ সময় আসছে
advertisement
তবে আচমকাই ভক্তদের চোখে পড়েছে একটা অদ্ভুত বিষয়। যা নিয়ে কৌতূহলের শেষ নেই তাঁদের মনে। আসলে ভাইরাল হওয়া বিভিন্ন ছবি আর ভিডিও-য় দেখা গিয়েছে ক্যাটরিনার হাতে রয়েছে একটি কালো রঙের প্যাচ। তবে তা আরও স্পষ্ট ভাবে দৃশ্যমান হয়েছে নবরাত্রির অনুষ্ঠানের বিভিন্ন ছবি আর ভিডিও-য়।
ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় কলিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছিলেন ক্যাটরিনা। মুহূর্তের মধ্যে তাঁর সেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর উৎসবের সাজ দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। তবে ভক্তদের একাংশ ক্যাটকে নিয়ে বেশ উদ্বেগই প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “তিনি কি সুস্থ আছেন?” অন্য এক নেটিজেন অবশ্য জল্পনা উস্কে দিয়ে বলেছেন, “দেখে তো মনে হচ্ছে একটা মেডিক্যাল প্যাচ!”
আরও পড়ুন: গাইতে গাইতে গায়কের মুখ দিয়ে উঠে আসে রক্ত! সুপারহিট ছবির তুমুল জনপ্রিয় গান কে গেয়েছিলেন জানেন?
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অভিনেত্রীর হাতে থাকা কালো ওই প্যাচটি সম্ভবত ডায়াবেটিস প্যাচ। যা সাধারণত রক্তে শর্করার মাত্রা মনিটর করার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের প্যাচ অবশ্য কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরস (সিজিএম) নামেও পরিচিত।
সাধারণত যাঁরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেষ্টায় রয়েছেন, তাঁরাই এটি পরে থাকেন। সারাদিন ধরে দেহের গ্লুকোজের মাত্র ট্র্যাক করতে সহায়ক এই ডিভাইস। ফলে বারবার আঙুলে ছুঁচ ফুটিয়ে পরীক্ষা করার প্রয়োজনও পড়ে না। যদিও এই বিষয়ে কোনও রকম কিছুই বলেননি ক্যাটরিনা।
আরও পড়ুন: ৫ দিন পরে রাজা হবে ৫ রাশি! বুধের গোচরে পুজোর মুখেই টাকার বৃষ্টি, দরজায় সুখের সময়
এখানেই শেষ নয়, আবার কিছু ভক্ত অন্য ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের দাবি, এটা আল্ট্রাহিউম্যানের মতো ফিটনেস ট্র্যাকার হতে পারে। যা ব্লাড সুগার, হার্ট রেট এমনকী ঘুমের ধরনও মনিটর করে। আসলে ওই ভক্তদের দাবি, ক্যাটরিনা নিজে বরাবরই স্বাস্থ্য সচেতন। ফলে তাঁর হাতের কালো প্যাচটি ফিটনেস ট্র্যাকারও হতে পারে।
ভক্তদের এহেন কৌতূহলের মাঝে অবশ্য ক্যাটরিনার উদ্যমের কোনও কমতি দেখা যায়নি। বরং পূর্ণ উদ্যমে ভক্তদের উদ্দেশ্যে অভিবাদন জানিয়েছেন এবং জমিয়ে সেলফিও তুলেছে। প্রসঙ্গত একটি গহনার ব্র্যান্ডের নবরাত্রির অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ হিসেবে উপস্থিত ছিলেন ‘টাইগার ৩’ অভিনেত্রী।