TRENDING:

রণবীরের ফ্যামিলি অ্যালবামে জায়গা পেলেন ক্যাটরিনা !

Last Updated:

জল্পনা-কল্পনা, বলিউডের নানা গুঞ্জন, নানা কানাঘুঁষোকে ফুঁ দিয়ে উড়িয়ে হাতে-হাত, চোখে-চোখ রেখে সটাং কাপুর বাড়িতে এন্ট্রি নিলেন রণবীর-ক্যাটরিনা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জল্পনা-কল্পনা, বলিউডের নানা গুঞ্জন, নানা কানাঘুঁষোকে ফুঁ দিয়ে উড়িয়ে হাতে-হাত, চোখে-চোখ রেখে সটাং কাপুর বাড়িতে এন্ট্রি নিলেন রণবীর-ক্যাটরিনা ! আর ক্যাটরিনার আপ্যায়ণে, একেবারে ছুটে এলেন করিনা থেকে করিশমা, এবং রণবীরের মা নীতু কাপুরও ৷ শশী কাপুরের ক্রিসমাস পার্টিতে ঠিক এরকমই ঘটল ৷ ভালোবাসার হল জিত ৷ আর নিন্দুকের মুখে পড়ল ছাই !
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

কিছুদিন আগেই বলিউডের খবরে এসেছিল, দীপিকা পাড়ুকোনের দিকে নাকি ফের ঢলেছেন রণবীর কাপুর ৷ ক্যাটরিনার সঙ্গে নাকি সম্পর্কে ইতি টানতে চলেছেন তিনি ৷ এমনকী, রটেছিল, নীতু কাপুর নাকি একেবারে সহ্য করতে পারছেন না ক্যাটরিনাকে ৷ রণবীরের বাবা ঋষি কাপুরও ক্ষেপে আছেন ক্যাটরিনার উপরে ৷ কিন্তু সব স্পেকুলেশনকে একপাশে রেখে কাপুর বংশের ফ্যামিলি অ্যালবামে জায়গা করে নিলেন ক্যাটরিনা কাইফ ৷ একই ফ্রেমে দেখা গেল রণবীরের দুই বোন করিনা, করিশ্মা ও ক্যাটরিনাকে ৷ এমনকী, হবু শাশুড়ি নীতু কাপুরের পাশে দাঁড়িয়ে ছবিও তুলে ফেললেন, রণবীর প্রেমিকা ক্যাটরিনা কইফ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীরের ফ্যামিলি অ্যালবামে জায়গা পেলেন ক্যাটরিনা !